নজরকাড়া নয়া ‘ফেলুদা’, নস্টালজিয়া উসকে দিল সৃজিতের ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘আপনি শিকার করেন?’ ‘শুধু মানুষ।’ হ্যাঁ। মানুষ শিকারে প্রথমবার OTT প্ল্যাটফর্মে আসছে ফেলুদা। আর ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলার মুক্তি পেতেই মানুষ শিকারের এমন চেনা ছন্দেই দেখা গেল নতুন ফেলুদাকে।

বহুদিন ধরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ‘ফেলুদা ফেরত’ নিয়ে ফ্যানেদের উন্মাদনা তৈরি হয়েছে। অবশেষে প্রকাশ্যে এলেন নতুন ফেলু মিত্তিরের রূরে টোটা রায় চৌধুরী। এতে ফ্যানেদের উন্মাদনার পারদ আরও খানিকটা বেড়ে গেল বলাই যায়। কারণ, সৃজিতের ফেলুদা কিন্তু ট্রেলারেই নজরকাড়া। শনিবার মুক্তি পেল ‘ফেলুদা ফেরত’-এর প্রথম গল্প সত্যজিৎ রায়ের ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার। আর তাতেই এই সিরিজ যে বেশ টানটান হতে চলেছে তার ঝলক দেখা গেল।

ট্রেলারজুড়ে বনজঙ্গল, বাঘ, সার্কাস, প্রাচীন মন্দির থেকে তোপসে, জটায়ু-সহ একাধিক স্থান ও চরিত্রের সমাহার। কিন্তু টোটা রায় চৌধুরী তো জানতেন, সকলের নজর থাকবে তাঁর দিকেই। তিনিই তো আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিরাশ করেননি অভিনেতা। তাঁর গলার গাম্ভীর্য থেকে কথা বলার ধরনে চেনা সেই ফেলুদাকেই মনে পড়ে যাবে বাঙালির। দু’আঙুলের ফাঁকে চারমিনার, গায়ে জড়ানো সা্দা শাল, মগজাস্ত্র শান দিতে দিতে ছুটি কাটাতে গিয়েও রহস্য উদঘাটনে তত্পর ফেলুদা। একদম চিরাচারিত ভঙ্গিতে, স্বমহিমায় ১ মিটিন ৪৮ সেকেন্ডের ট্রেলার পাওয়া গেল ফেলু মিত্তিরকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherji) ট্রেলারে ফেলুদার নস্ট্যালজিয়া উসকে দিতে কোনও অংশে কসুর করেননি।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল-তৃণা, পাকা খবর দিলেন টলিউডের এই পাওয়ার কাপল

ঝকঝকে সিনেমাটোগ্রাফি, লোকেশন, ভিজ্যুয়াল এফেক্টে সার্বিকভাবে জমজমাট ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের প্রথম সিজনের ছিন্নমস্তার অভিশাপ-এর ট্রেলারটি। ‘ছিন্নমস্তার অভিশাপ’ কাহিনিতে টোটা রায়চৌধুরী ছাড়াও তোপসের চরিত্রে ধরা দিয়েছেন নবাগত কল্পন মিত্রকে (Kalpan Mitra)। জটায়ুর ভূমিকায় অভিনয় করেছেন ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। মহেশ চৌধুরী হয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় (Dhritiman Chaterji)। বীরেন চৌধুরী বা কারান্ডিকার চরিত্রে অভিনেতা ঋষি কৌশিকেরও দেখা মিলল এক ঝলক। রয়েছেন সমদর্শী দত্তও (Samadarshi Dutta)।

গত রবিবারই এই ট্রেলার মুক্তির কথা ছিল। কিন্তু সেদিনই বাংলা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা এবং অবশ্যই সিনেমায় বাঙালির প্রিয় ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হন। সে কারণেই সেদিন ট্রেলার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে ‘ফেলুদা ফেরত’ সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রেলার রিলিজ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

গত বছরই ফেলুদাকে ওয়েব দুনিয়ায় আনার দায়িত্ব নেন সৃজিত মুখোপাধ্যায়। দু’টি গল্প বাছা হয় ১২ এপিসোডের সিরিজের জন্য। ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। সত্যজিৎ রায়ের জন্মদিন (২ মে) উপলক্ষে প্রকাশ করা হয়েছিল সিরিজের টাইটেল ট্র্যাক। সম্প্রতি সামনে আসে ছবির ফার্স্ট লুক। এবার ট্রেলারে মন ভরালেন টোটা। সুরিন্দের ফিল্মস প্রযোজিত সিরিজটি বড়দিনে দেখা যাবে আড্ডাটাইমসে। আগামীকাল মুক্তি পাবে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’র ট্রেলার।

https://youtu.be/6fTTpTszdo0

আরও পড়ুন: এবার গান গাইলেন ঋতাভরী! সঙ্গী ‘থাপ্পড়’ খ্যাত বলিউড তারকা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest