Srijit Mukherji: subhashree ganguly out jaya ahsan entry in srijit mukherjis dawsham awbotaar

Srijit Mukherji: ছবি শুরুর আগেই অন্তঃসত্ত্বা নায়িকা, শুভশ্রীর বদলে কাকে নিলেন সৃজিত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাঁচ বছর পর ফের জুটি বাঁধলেন সৃজিত মুখোপাধ্যায় এবং জয়া আহসান। ‘দশম অবতার’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা দেবেন বাংলাদেশের অভিনেত্রী। ‘কপ ইউনিভার্স’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। শুরু হবে শ্যুট।

তবে জয়া এহসান নয়, এর আগে ছবিটিতে কাজ করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। রাজ্ ঘরণীর সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছিলেন পরিচালক। তাই অনুরাগীরা সকলেই ছবিটি নিয়ে কৌতূহলী ছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, শুভশ্রী ‘দশম অবতার’ থেকে সরে এসেছেন। তিনি আর অভিনয় করছেন না।

কিন্তু কেন? সৃজিত জানিয়েছেন, শুভশ্রী সম্প্রতি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে ছবিতে তাঁর চরিত্রটির প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। এই অবস্থায় শুভশ্রীর পক্ষে ওই ধরনের কাজ একেবারেই উচিত নয়। পরিচালকের কথায়, ‘‘কিন্তু এখন শুভশ্রীর বিশ্রামের প্রয়োজন। ওকে আর রাজ (চক্রবর্তী)কে অনেক অনেক অভিনন্দন। অসম্ভব খুশির খবর এটা। এখন ছবির থেকে বেশি গুরুত্বপূর্ণ শুভশ্রীর সুস্বাস্থ্য, সন্তানের সুস্বাস্থ্য। কাজ আমরা আবার করব। শুভশ্রী অবশ্যই সুঅভিনেত্রী, কিন্তু একমাত্র তো নয়। আরও ভাল অভিনেত্রীরা আছেন। তাই সমস্যায় পড়েছি কখনওই বলব না।’’

আরও পড়ুন: Jeetu-Nabanita: ফেসবুক পোস্টে সম্পর্কে ইতি ! বিয়ে ভাঙছে নবনীতা ও জিতু কমলের

এরপর পরিচালক আরও বলেন, “ছবিতে মৈত্রেয়ী নামের যে প্রধান নারী চরিত্রটি রয়েছে, গল্পে তাঁর ভূমিকা নেহাত কম নয়। নায়কদের মতোই ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে এই চরিত্রটিকে। সেই জন্যই আমরা শুভশ্রীকে বেছে নিয়েছিলাম। কিন্তু এখন ও অন্তঃসত্ত্বা। তাই পরস্পরের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুভশ্রী এই ছবিতে অভিনয় করবেন না। বদলে আমি জয়ার কথা ভেবেছি।”

ইতিমধ্যে জয়া আহসানকে এই ছবির চিত্রনাট্য পাঠানো হয়ে গিয়েছে। চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে। ২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’র পর ২০২৩-এ ফের একজোট হচ্ছেন সৃজিত-জয়া। এখন কেবল কাজ শুরুর অপেক্ষা।

আরও পড়ুন: Shah Rukh Khan: রাতারাতি নাকের ক্ষত গায়েব! ভোররাতে বিমানবন্দরে শাহরুখ, কেমন আছেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest