প্রথমে মন দেওয়া-নেওয়া, তারপর বিয়ে আর এখন ইউভানের বাবা-মা। একসঙ্গে অনেকটা পথ পার করে ফেলেছেন রাজ-শুভশ্রী। আজ রাজের জন্মদিন। আর এই বিশেষ দিনে রাজকে আরও একবার ভালোবাসায় ভরালেন শুভশ্রী।
শব্দের মাধ্যমেই স্বামীর প্রতি নিজের ভালবাসা প্রকাশ করলেন শুভশ্রী। লিখলেন, ‘তুমি আমার সূর্য, আমার চাঁদ, আমার তারা, আমার পৃথিবী, আমার আশা, আমার স্বপ্ন, আমার ব্যথা, আমার আনন্দ, আমার প্রিয় বন্ধু, আমার পার্টনার ইন ক্রাইম, আমার প্রেমিক, আমার স্বামী, আমার বাচ্চার বাবা। তোমাকে সব থেকে বেশি ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব খুশি, ভালবাসা, সৌভাগ্য আর সেরাগুলি তোমার জন্য তোলা থাক’।
এদিন শুভশ্রীর দেখা মিলল কালো রঙা হ্যান্ডলুম শাড়িতে, অন্যদিকে রাজ সেজেছিলেন ধূসর টি-শার্ট, সাদা শার্ট আর ডেনিমে। ঠোঁটে ঠোট রেখে চুম্বন বিনিময় করে নিলেন এই জুটি। রাজের জন্মদিন উপলক্ষ্যে দেশের বাড়ি হালিশহরে পৌঁছেছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও। সকলেও মিলে শনিবার রাতে দেদার পার্টি করলেন।
আরও পড়ুন: নববধূর সাজে নজর কাড়লেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা, দেখুন ভিডিও…
এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে একটা মিষ্টি ভিডিয়ো পোস্ট করেন রাজ। সেখানেই দেখা গেল ইউভানকে কোলে নিয়ে ‘হ্যাপি বার্থ ডে’ বলা শেখাচ্ছেন শুভশ্রী। নায়িকার পরনে বেগুনি রঙা শিফন শাড়ি, আর স্লিভলেস সাদা ব্লাউজ। চুল টেনে খোঁপা করে বাঁধা, কানে ঝুলছে ঝুমকো। অন্যদিকে সাদা পাঞ্জাবিতে একদম ছোট্ট রাজ ইউভান। বাবার সঙ্গে সাযুজ্য রেখেই এদিন সেজেছে সে।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে রাজের বার্থ ডে সেলিব্রেশনের নানান মুহূর্ত উঠে এসেছে। কাঁসার থালা-বাটিতে সাজানো পুরোদস্তুর বাঙালি মেনু ছিল এদিন। বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন রাজ।
আরও পড়ুন: শোভনকে ‘হ্যাঁ’ বললেন স্বস্তিকা, অবশেষে সম্পর্কের কথা মেনে নিলেন এই জুটি