সোমবার সক্কাল সক্কাল উষ্ণতার পারদ চড়ালেন সানি লিওন। হলুদ মনোকিনি, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুল আর ভেজা শরীর। ইনস্টাগ্রামে এমন লাস্যময়ী অবতারে ছবি পোস্ট করেছেন সানি।
সানি লিওন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়৷ ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাই বারেবারে প্রমাণ করা সাধারণের মধ্যে কতখানি জনপ্রিয় তিনি৷ এদিন চোখে রোদ চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পরনে হলুদ মনোকিনিতে সুইমিং পুলের ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন,”তোমার কাজে অমনোযোগী হওয়ার কারণ দিলাম।” মুহূর্তেই এই ছবি নেটিজেনদের নজর কেড়ে নেয়।
আরও পড়ুন: কালো বিকিনিতে গোয়ার সমুদ্র সৈকতে সানবাথ নিচ্ছেন রিয়া, পারদ চড়ালেন নেটমাধ্যমে…
দিন তিনেক আগেও অন্য ভাবে ধরা দিয়েছিলেন সানি। এক ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন অভিনেত্রী। খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপে সেই সানি একটু অচেনা। তাঁর পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু’হাত ভরতি লাল চুড়ি। সানির এই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। ঠিক যে ভাবে সানির চির পরিচিত ‘বোল্ড লুক’কেও ভালবেসেছেন তাঁরা। মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাই লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষের উপরে।
‘স্প্লিটসভিলা’র ১৩তম সিজনের শ্যুটিংয়ের জন্য আপাতত কেরলে দিন কাটছে সানির।
আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার, তারায় ভরা আসরে মুখোমুখি শোভন-ইমন, দেখুন ছবি…