সুশান্ত মৃত্যু রহস্য: সুপ্রিম কোর্টে খারিজ সিবিআই তদন্তের আবেদন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়ে দায়ের করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা।তা বৃহস্পতিবার খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এস এ বোবদের ডিভিশন বেঞ্চ।

এই আবেদন দায়ের করেছিলেন উত্তর প্রদেশ ও পাটনার দুই সুশান্ত ভক্ত। সেখানে স্পষ্ট বলা হয়েছিল সুশান্তের মৃত্যুর তদন্ত যেভাবে মুম্বই পুলিশ করছে তা এক্কেবারেই সন্তোষজনক নয়। এই মামলা তুলে দেওয়া হোক সিবিআইয়ের হাতে। এদিন দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দেয়, পুলিশকে তার কাজ আগে করতে দেওয়া হোক,সেখানে আদলত হস্তক্ষেপ করবে না। আর পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ থাকলে এই বিষয়ে আবেদন জানানো হোক বম্বে হাইকোর্টে।

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর তদন্ত হোক মুম্বইতে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া, পাল্টা ক্যাভিয়েট দাখিল করলেন অভিনেতার বাবা

অন্যদিকে  সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন যাতে পাটনা পুলিশের থেকে মুম্বই পুলিশের হাতে এই মামলার তদন্তভার স্থানান্তরিত করা হয়। যদিও দু সপ্তাহ আগেই সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উদ্দেশে টুইট করেছিলেন রিয়া চক্রবর্তী। বুধবার রিয়ার দায়ের করা পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পাল্টা ক্যাভিয়েট দাখিল করে সুশান্তের পরিবারও। রিয়ার পিটিশনের এক তরফা শুনানি আটকাতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে প্রয়াত অভিনেতার পরিবার। রিয়ার পিটিশন শোনার আগে যাতে সুশান্তের পরিবারের পক্ষ শোনে কোর্ট, সেকথা বলা হয়েছে ক্যাভিয়েটে।

সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং দাবি করেন, মুম্বই পুলিসের কেউ সাহায্য করছেন রিয়া চক্রবর্তীকে। সেই কারণেই তদন্ত প্রক্রিয়া বিহার থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হোক বলে শীর্ষ আদালতের কাছে আবেদন জানান রিয়া।

বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। https://t.me/thenewsnest

আরও পড়ুন: ‘রিয়া ভীষণ অত্যাচার করত, সম্পর্ক থেকে বেরতে চাইছিল সুশান্ত! বিহার পুলিশের কাছে বিস্ফোরক অঙ্কিতা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest