‘লেখা নেই মৃত্যুর সময়, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট অসম্পূর্ণ’, অভিযোগ অভিনেতার পরিবারের আইনজীবীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং। তাঁর প্রশ্ন সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় কেন উল্লেখ করা হয়নি? খুন করে ঝুলিয়া দেওয়া হয়েছিল নাকি আত্মহত্যা? কীভাবে মারা গিয়েছিলেন সুশান্ত? ময়নাতদন্তের রিপোর্ট দেখে তা বোঝার উপায় নেই… এমনটাই অভিযোগ সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিংয়ের।

বিকাশের কথায়, “ময়নাতদন্তের রিপোর্টে মৃত ব্যক্তির মৃত্যুর সময় উল্লেখ থাকা বাঞ্ছনীয়। কিন্তু আমার কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে কোথাও সুশান্তের মৃত্যুর সময়ের কোনও উল্লেখ নেই। সুশান্তকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিন নাকি সে আত্মহত্যা করেছিল, মৃত্যুর সময় দেখেই তা স্পষ্ট ভাবে জানা যেত। মুম্বই পুলিশ এবং কুপার হাসপাতালকে এর জবাব দিতে হবে, আর সে কারণেই সিবিআই তদন্তের প্রয়োজন।” মুম্বই পুলিশের ভূমিকা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “মুম্বই পুলিশ যথেষ্টই পেশাদার, কিন্তু সেখানে রাজনীতি প্রবেশ করলেই সেই পেশাদারিত্ব আর বজায় থাকে না, এই হাই প্রোফাইল মামলায় রাজনৈতিক নেতারা প্রবেশ করাতেই অসুবিধে হচ্ছে।”

আরও পড়ুন: ভোটে লড়ার জন্য বিজেপি থেকে ডাক পেয়েছেন কঙ্গনা! ট্রোলের কি জবাব দিলেন অভিনেত্রী?

আইনজীবী  বিকাশ সিং আরও বলেন,”সুশান্তের দেহ ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি, তার কোনও ছবিও নেই। সুশান্তের দিদি তো মাত্র ১০ মিনিটের দূরত্বেই ছিলেন। তা সত্ত্বেও কেন সুশান্তের দিদির পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করা হল না? ”

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের দেহ কেন এবং কার নির্দেশে ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে আগেও প্রশ্ন তুলেছেন অনেকে। এর আগে অ্যাম্বুলেন্স চালক জানিয়েছিলেন, সন্দীপ সিং-ই দেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ”কুপার হাসপাতালের যে পাঁচ সদস্যের চিকিৎসক সুশান্তের ময়নাতদন্ত করেছিল, CBI তাঁদের জেরা করবে। অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, সুশান্তের দেহ যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সুশান্তের পা দুটো মোচরানো ছিল (যেন পা ভাঙা রয়েছে) এই জট খুলতেই হবে।”

দেশ জুড়ে, এমনকি বিদেশের মাটিতেও সুশান্ত মামলার CBI তদন্তের দাবি উঠেছে। তবে এই মামলার তদন্ত মুম্বই পুলিস, বিহার পুলিস নাকি CBI, কে করবে তা অবশ্য় সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করছে।

আরও পড়ুন: ঘরের ছেলেটার কথা একটু ভাবুন, যীশু সেনগুপ্ত এবং ‘সড়ক ২’ বিতর্ক নিয়ে পোস্ট রাহুলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest