মুম্বইয়ের তাবড় পুলিশ কর্তাদের সঙ্গে ছ’মাস ধরেই ফোনালাপ রিয়ার, কল রেকর্ড থেকে মিলল তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই পুলিশের এক কর্তার সঙ্গে ফোনে বেশ কয়েক বার রিয়া চক্রবর্তীর কথাবার্তা হয়েছে? অন্তত, রিয়ার ফোন কল থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে মুম্বইয়ের সংবাদমাধ্যম সূত্রে খবর। গত ২০ জুন বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে প্রথম রিয়াকে এসএমএস করেন। গত ২১ জুন ২৮ সেকেন্ড তাঁদের মধ্যে কথা হয়! সেই ফোন করেন রিয়া। সকাল সাড়ে ১০টায় ফোন আসে। এর পরে অভিষেকও রিয়াকে ফোন করেন।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তা হলে মুম্বই পুলিশ কি রিয়াকে বাঁচাতে চেয়েছে? মুম্বই পুলিশ কোনও দিন রিয়াকে আলাদা ডেকে জেরা করেনি। কেন? এখন এই প্রশ্নই সুশান্ত তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: প্রায় রোজই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা – ওয়েব সিরিজ, জানেন নিন ওটিটি-তে কোথায় কী চলছে?

শেষ ছ’মাসে রিয়া সুশান্তকে ফোন করেছেন মোটে ১৪৭ বার। যেখানে ৮০০ বার ফোন করেছেন সুশান্তের ম্যানেজার শ্রুতি কে। ৩০০ বার সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েলকে। আর ৩০০ বারেরও বেশি ফোন করেছেন মহেশ ভাটকে। কিন্তু কেন এভাবে মিথ্যে বললেন রিয়া? কেনই বা প্রথম থেকে এই তথ্য লুকোলেন মুম্বই পুলিশ সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিহার পুলিশ অভিযোগ করেছিল মুম্বই পুলিশের মধ্যে কোনও অফিসার রিয়াকে সাহায্য করছেন।তাহলে বিহার পুলিশের আশঙ্কাই কি সত্যি?

প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। তবে তাদের দাবি, রিয়া বা অন্য কারও বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা বা অভিনেতাকে ঠকিয়ে টাকা নেওয়ার কোনও প্রমাণ তারা পায়নি। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে একাধিক রহস্য দানা বেঁধেছে। মুম্বই ও বিহার পুলিশের পর তদন্ত শুরু করেছে ED ও CBI-ও।

আরও পড়ুন: বিনোদন জগতে ফের ধাক্কা! আত্মহত্যা করলেন টিভির চেনা মুখ সমীর শর্মা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest