বেআইনি ভাবে পুলিশের অনুপস্থিতিতেই ভাঙা হয় সুশান্তের ঘরের দরজা, তদন্তে উঠে এল নয়া তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন অভিনেতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চাবিওয়ালাকে ডেকে এনে দরজার লক ভাঙা হয়েছিল। এমনটাই জানিয়েছেন সিদ্ধার্থ পিঠানি। এবার ওই দিনের ঘটনা প্রসঙ্গে কাছে মুখ খুললেন চাবিওয়ালা মহম্মদ রফি শেখ । ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বললেন, তা সত্যিই চমকে দেওয়ার মতো।।

রফিক জানান, ‘১৪ জুন ১.০৫ নাগাদ আমার কাছে ফোন আসে। কে ফোন করেছিলেন, তখন নাম জানতাম না। এখন যেহেতু সংবাদমাধ্য়মে উনি বারবার উঠে আসছেন, তাই নাম জেনেছি। ওনার নাম সিদ্ধার্থ পিঠানি। উনি আমায় লকের ছবি পাঠিয়েছিলেন। তারপরই আমি সেখানে যাই। গিয়ে দেখি বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ। লক কম্পিউটারাইজড ছিল তাই বলেছিলাম খুলতে গেলে ১ ঘণ্টা সময় লেগে যাবে। তাই আমাকে লক ভাঙতে বলা হল।

আরও পড়ুন: ‘খুন হয়েছেন কি সুশান্ত ?’ খতিয়ে দেখবে ফরেনসিক বিশেষজ্ঞরা, বান্দ্রার ফ্ল্যাটে তল্লাশি CBI-এর

রবিবার দুপুরে তাঁর কাছে একটি নম্বর থেকে ফোন করে সুশান্তের বাড়ির ঠিকানা দেওয়া হয়। রফি শেখ যদিও জানতেন না তিনি সুশান্তের বাড়ি যাচ্ছেন। তিনি এসে দেখেন, কম্পিউটারাইজড লক দেখে আমি একটু বেশিই টাকা চাই। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা আমাকে বলেন, টাকাটা কোনও ব্যাপার নয়। আগে দরজা খুলুন। আর বলা হয়   ঘরের মধ্যে থেকে কোনও আওয়াজ এলে যেন সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন।” এর পর ছুরি এবং হাতুড়ি দিয়ে তালা ভাঙেন রফিক ।

তারপরেই কি সুশান্তের ঝুলন্ত দেহ চোখে পড়ে তাঁর? উত্তরে ওই ব্যক্তির জবাব: “ওঁরা আমায় কিছু দেখতে দেননি। আমাকে সেখান থেকে চলে যেতে বলেন।’’ওঁরা কারা? তাঁর উত্তর, “তিন-চার জন ছিলেন। আমি তাঁদের নাম জানিনা।’’ওই তিন-চার জন ব্যক্তির মধ্যে কি পুলিশও ছিল? “না, কোনও পুলিশ ছিল না”, জানান ওই চাবিওয়ালা। পুলিশের অনুপস্থিতিতে কী করে ও কেন তালা ভাঙা হল সে নিয়েও উঠেছে প্রশ্ন। ওই ব্যক্তির দাবি, যে কয়েক জন উপস্থিত ছিলেন সুশান্ত ভিতরে সাড়াশব্দ করছেন না দেখেও তাঁদের মধ্যে চিন্তার বিন্দুমাত্র লেশ ছিল না। তালা ভেঙেই ওই বাড়ি থেকে বেরিয়ে যান মহম্মদ শেখ।

যদিও কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসতে হয় তাঁকে। এ বার মুম্বই পুলিশ ডেকে পাঠায় তাঁকে। তাঁর দাবি, তখনই তিনি জানতে পারেন, যে বাড়ির তালা তিনি ভেঙে এলেন, সেটি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বাড়ি। সূত্রের খবর, সিবিআইয়ের তদন্তকারী দলটি প্রয়োজনে ডেকে পাঠাতে পারে মহম্মদ রফি শেখকে।

আরও পড়ুন: এবার মহালয়ায় দুর্গতিনাশিনী রূপে দেখা যাবে মিমিকে, সীতা হবেন মধুমিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest