Oscars 2021: অস্কার গ্যালারিতে শ্রদ্ধার্ঘ সৌমিত্র-সুশান্ত-ঋষিকে, ‘সম্মানিত হলাম’ বললেন পৌলমী

আপাতত পৌলমী সৌমিত্রবাবুর কাজগুলি গুছিয়ে আর্কাইভ করার জন্য উদ্যোগ নিচ্ছেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৯৩তম অস্কারের আসরে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে শ্রদ্ধার্ঘ জানানো হয় প্রয়াত অভিনেতা ইরফান খান ও অস্কারজয়ী ভারতীয় কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে। দ্য অ্যাকাডেমি-র তরফে প্রতিবছরই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণ করে নেওয়া হয় শ্রদ্ধার্ঘ বিভাগে। ইরফান-ভানু ছাড়াও এই বিশেষ ভিডিয়োর মাধ্যমে স্মরণ করে নেওয়া হয় আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারিসহ বহু বিশিষ্টদের। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।

‘ইন মেমোরিয়াম’ ভিডিয়োয় জায়গা না হলেও অস্কার গ্যালারিতে এই তিন ভারতীয় অভিনেতাকে স্মরণ করে নিয়েছে দ্য অ্যাকাডেমি। বিশ্ব চলচ্চিত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে এই তিন ভারতীয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। অ্যাকাডেমির তরফে অনলাইন একটি বিবৃতি দিয়ে বলা হয় এই শিল্পীদের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি যা কোনোদিন পূরণ হবার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ‘লাল ইশক’: মধুমিতার লেহেঙ্গায় কাবু নেটাগরিকরা

২০২০ সাল জুড়ে একের পর এক নক্ষত্রকে হারিয়েছে বিশ্ব চলচ্চিত্র জগত। তাঁদের মধ্যে বেশকিছু বিশিষ্টকে ইম মেমোরিয়াম ভিডিয়োয় শ্রদ্ধা জানানো হয়। গত বছর ২৯শে এপ্রিল মারা যান ইরফান খান, নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু বছর লড়াই করেন ‘আংরেজি মিডিয়াম’ অভিনেতা। পরেরদিনই ক্যানসার যুদ্ধে হেরে যান ঋষি কাপুর। গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৪ বছর বয়সী প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। এই মৃত্যুর তদন্তভার আপতত রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।

অন্যদিকে গত বছর অক্টোবরে প্রয়াত হন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত ‘ গান্ধী ‘ ছবির সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সন্মানিত হয়েছিলেন ভানু। অন্যদিকে নভেম্বর মাসে না-ফেরার দেশে চলে যান বাঙালির প্রাণের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা সম্পর্কিত শারীরিক সমস্যার জেরে মৃত্যু হয় এই বিশ্ববন্দিত চলচ্চিত্র অভিনেতার।

এরপরেই একটি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বোস (poulami bose) বলেন, সৌমিত্রবাবু কোনোদিন কোনো পুরস্কার নিয়ে মাথা ঘামাতেন না। তিনি আজীবন নিজের সৃষ্টিশীলতায় মগ্ন থেকেছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ‘বাবি’ অর্থাৎ সৌমিত্রবাবুর এই প্রাপ্তিতে পৌলমী যথেষ্ট সম্মানিত বোধ করেছেন। তিনি চান পৃথিবী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এভাবেই মনে রাখুক। আপাতত পৌলমী সৌমিত্রবাবুর কাজগুলি গুছিয়ে আর্কাইভ করার জন্য উদ্যোগ নিচ্ছেন।

আরও পড়ুন: ‘মানুষের কাজ করতে আসা’ বিজেপি-তৃণমূল তারকা প্রার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস, হইচই নেটমাধ্যমে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest