The News Nest: একরাশ অভিমান নিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর একের এক অভিযোগে বিদ্ধ বলিউড। উঠেছে স্বজনপোষণ বিতর্ক। তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। পটনায় সুশান্তের বাড়িতে ছোট ছেলের স্মৃতিতে সোমবার আয়োজন করা হয় স্মরণসভার। বলিউডের কোনও তাবড় ব্যক্তিত্ব নয়, একেবারেই বাড়ির লোকেদের উপস্থিতিতে পালন হল এই স্মরণ সভা।
এক সপ্তাহ অতিক্রান্ত ৷ সাত দিন হয়ে গেল ওই সংক্রামক হাসিটা আর নেই ৷ তিনি চলে গিয়েছেন, হয়তো অনেক অবসাদ, অনেক দুঃখ আর অনেকটা একাকীত্বকে সঙ্গী করে ৷ বিহারের পটনার এক সাদামাটা পরিবার থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুত, পড়াশোনায় ছিলেন তুখোড়… আর স্বপ্ন দেখতেন ভূরিভূরি ৷ সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়েই হোঁচট খেলেন সুশান্ত ৷ আজ একমাত্র ছেলেটা চলে গিয়েছে, তাঁর খুব পছন্দের রাজ্যে…হয়তো তাঁর মায়ের কাছে…অথবা তাঁর কেনা চাঁদের জমিটায়…বা টেলিস্কোপ দিয়ে রাতের পর রাত যে মহাকাশটায় তারা গুনতেন তিনি, সেখানে ৷
আরও পড়ুন: সুশান্তের ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকে জেরা করল মুম্বই পুলিশ, ফের ডাকা হতে পারে রিয়াকে
রবিবার সুশান্তের স্মৃতিতে তাঁর পটনার বাড়িতে আয়োজন করা হয়েছে একটি স্মরণসভার ৷ সাদা ফুলেতে সাজানো তাঁর ছবি… ছবিতেও চোখ আটকে যাচ্ছে তাঁর ভুবন ভোলানো সেই হাসিটাতেই ৷ ছেলের শেষকৃত্যের যাবতীয় ভার নিজের হাতে তুলে নিয়েছেন সুশান্তের বাবা। টেবিলের উপর সুশান্তের ছবি ঢেকে গিয়েছে ফুলে। ছেলের ছবির সামনে দাঁড়িয়ে শোকস্তব্ধ বাবা…এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। গত সপ্তাহেই সুশান্তের অস্থি বিসর্জন দেওয়া হয় পাটনায়।
পটনায় আয়োজিত এই প্রার্থনা সভায় বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ খেসারি লাল যাদব, অক্ষরা সিংহ সহ ভোজপুরী সিনেমার শিল্পীরা উপস্থিত ছিলেন।
গত ১৪ জুন, রবিবার নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত ৷ পরের দিন, ১৫ জুন বিকেলে মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ সুশান্তের বাবা, দিদিরা এবং পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন তাঁর শেষকৃত্যে ৷ উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে সুশান্তের ঘনিষ্ঠরাও ৷
আরও পড়ুন: Nepotism: করণকে ‘মুভি মাফিয়া’ বলে তোপ কঙ্গনার, জানালেন ‘ভোগ’- প্রচ্ছদে জায়গা না পাওয়ার কারণ