মৃত্যুর আগেই উইকিপিডিয়া লিখল ‘প্রয়াত’! কিভাবে সম্ভব, প্রশ্ন সুশান্ত ভক্তদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন। যে সময় তাঁর মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে, তার আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি আপডেট হয়ে গিয়েছিল! সেটি নিয়ে এখন প্রশ্ন তুলছেন সুশান্তের ভক্তরা।

সুশান্তের এক ভক্তের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, অভিনেতার উইকিপিডিয়াতে তাঁর মৃত্যু ও কারণ আডপেট হয়ে গিয়েছে ১৪ জুন, সকাল ৯টা ৮ মিনিটে। অথচ, জানানো হয় সুশান্তের মৃত্যু হয়েছে ১০.৩০ মিনিটে। সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ সুশান্তের মৃত্যুর কথা তবে কেউ আগে থেকেই জানতো? আরও এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয়ে গিয়েছিল ৮.৫৯ মিনিটে।

আরও পড়ুন: সুশান্তের ভিসেরা রিপোর্টও নেগেটিভ! শরীরে মিলল না কোনও বিষ বা মাদক দ্রব্য, জানাল পুলিশ

আরও একজন লিখছেন, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেউ আবার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

তবে বর্তমানে এই খবরের সত্যতটা যাচাই করতে গিয়ে সামনে আসে আরও এক তথ্য, যেখানে বলা হয় আন্তর্জাতিক মানমন্দির অনুযায়ী উইকিপিডিয়ার সময় ঠিক করা আছে, যা আমাদের থেকে পাঁচ ঘণ্টা পেছনে।সেই সূত্রে হিসেবমিলিয়ে দেখলে বোঝা যাবে এটি দুপুর ২ টো নাগাদ আপডেট হয়েছে। যা পাঁচঘণ্টা পিছিয়ে দেখাচ্ছে।

১৪ জুন, মুম্বইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় সুশান্তের দেহ। তিনি আতহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এমনকি চিকিত্‍সকের পরামর্শে ওষুধও খেতে শুরু করেছিলেন তিনি। কিন্তু মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। মুম্বই পুলিশ এই মৃত্যুর তদন্ত করছে। এখনও পর্যন্ত ২৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ব্যান হল টিকটক! দুই তারকা সাংসদ মিমি-নুসরত কী বললেন?

Gmail 5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest