Swastika Mukherjee Post A Picture With Baby Bump

Swastika Mukherjee: স্বস্তিকা অন্তঃসত্ত্বা? ‘বেবি বাম্পে’র ছবি পোস্ট করলেন নায়িকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিজের কর্মকাণ্ড নিয়ে বরাবরেই আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সাম্প্রতিক ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন এ অভিনেত্রী। এবার প্রকাশ করলেন নিজের ‘বেবি বাম্প’র ছবি।

গত সপ্তাহেই স্বস্তিকা ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছিলেন। দিনকয়েক যেতে না যেতেই দিলেন মা হতে চলার সুখবর। নীল রঙের সালোয়ার পরে আছেন তিনি। খোলা চুল। চোখে-মুখে হালকা ক্লান্তির ছাপ, তবে একটা হাসির রেশ এনে দিয়েছে স্নিগ্ধতা। ছবির ক্যাপশনে কিচ্ছু লেখেননি। আর তাতেই যেন অনুরাগীদের উৎসাহ আরও বেড়েছে। একজন কমেন্টে লিখলেন, ‘বাবা কে?’ আরেকজন লিখলেন, ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্য জনের মনে প্রশ্ন, ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’

আরও পড়ুন: Sabyasachi Chowdhury : সব্যসাচীকে নিয়ে ফেক নিউজ ছড়ালে আইনি ব্যবস্থা নেব, হুমকি সৌরভের

তবে আপনাদের বলে রাখি, এটা একটা প্রচারেরই অঙ্গ। খুব জলদি আসছে অভিনেত্রীর ওয়েবসিরিজ ‘কালা’। তাঁকে একাধিক লুকে দেখা যাবে এই হিন্দি সিরিজে। আর সেখান থেকেই নিজের গর্ভবতী লুকটা শেয়ার করে নিয়েছেন তিনি। তাঁর চরিত্রের নাম ঊর্মিলা। ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’। অন্বিতা দত্ত পরিচালিক ছবি ‘কালা’ ছবিতে স্বস্তিকা ছাড়া অভিনয় করেছেন তৃপ্তি ডামরী ও প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল। সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। যা থেকে জানা যাচ্ছে, চারের দশকের গ্ল্যামার জগতের প্রেক্ষাপটে সাইকোলজিক্যাল থ্রিলার গোত্রীয় হতে চলেছে ছবিটি। ছবিতে প্রধান চরিত্র মঞ্জুশ্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা।

‘কালা’র মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন ইরফান খানের (Irrfan Khan) ছেলে বাবিল। ২০২০ সালের ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান। তার দু’বছর পর মুক্তি পাচ্ছে বাবিলের ছবি। ট্রেলারে খুব বেশি সংলাপ নেই তাঁর। তবে সামান্য উপস্থিতিতেই বাবিলের প্রতিভার আভাস মিলেছে। স্বস্তিকা, তৃপ্তি ও বাবিল ছাড়াও ছবিতে নজর কেড়েছেন অমিত সিয়াল, বরুণ গ্রোভার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা।

আরও পড়ুন: Malaika Arora: মা হচ্ছেন পঞ্চাশ ছুঁইছুঁই মালাইকা! এবার কি বিয়ে করবেন অর্জুন কাপুরকে?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest