Swastika Mukherjee reveals her allegations against the producers of the movie Shibpur

Swastika Mukherjee: ‘বিকৃত নগ্ন ছবির স্যাম্পল ইমেল করেছে প্রযোজক, সঙ্গে প্রাণনাশের হুমকি’,অভিযোগ স্বস্তিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

‘শিবপুর’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিং রায়। সন্দীপ আমেরিকাবাসী। স্বস্তিকা জানিয়েছেন, ‘‘চুক্তিপত্রে অজন্তা সিং-য়ের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও এক জন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।’’

ই-মেল মারফত ঠিক কী ধরণের হুমকি পাচ্ছেন স্বস্তিকা? অভিনেত্রী জানান, ‘সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে আমার নামে নালিশ করা হবে। আমাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না —এই সব চলছেই।’ সঙ্গে প্রযোজকের দাবি অভিনেত্রী বাড়তি টাকা চেয়েছেন। স্বস্তিকার সাফাই, ‘আমি চু্ক্তির বাইরে এক টাকা নিইনি। জানি না কেন এইসব বলা হচ্ছে।’ কাজের ব্যাপের কোনওরকম অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দেন স্বস্তিকা।

আরও পড়ুন: Raktabeej: বোলপুরে শ্যুটিং চলছে ‘রক্তবীজ’-এর, লেন্সবন্দী আবীর- মিমিরা

নায়িকার অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়! অভিনেত্রীর কথায়, তাঁর ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার সংযোজন, ‘আমার ছবি মরফড করে সেই ন্যুড ছবির নমুনা ইমেলে পাঠান এক ব্যক্তি, সে নিজেকে সন্দীপের পরিচিত বলে দাবি করেছে’। সন্দীপ সরকারকে স্বস্তিকা হেনস্থা করছেন, এমন কথাও লেখা রয়েছে সেই ইমেলে, যা দেখে আকাশ থেকে পড়েন অভিনেত্রী। পরিস্থিতি বেগতিক থেকে পুলিশের দ্বারস্থ হন স্বস্তিকা। রেহাই পাননি অভিনেত্রীর ম্যানেজারও। তাঁকেও শাসানি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও মিলেছে।

গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। আগামী মে মাসে ছবির মুক্তি পাওয়ার কথা।  তবে ছবির প্রচার পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিতে চান স্বস্তিকা। লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে কাজের মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে তাঁর, জানান অভিনেত্রী।

আরও পড়ুন: Shah Rukh Khan: বরুণ- রণরীরের সঙ্গে জমিয়ে নাচ, ৫৭ – র শাহরুখ বোঝালেন এখনও তিনিই ‘বাদশা’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest