‘বাহ! আমরা এতটাও আশা করিনি!!! এরপরও বলা হবে, বলিউডের সিনেমার গল্পগুলি বাস্তবের থেকে অনেক দূরে! ‘ সকাল সকাল পুলিশের এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর ঘটনাকে বলিউডের সঙ্গে তুলনা টেনে এমনই প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারে পোস্ট করলেন অভিনেত্রী তাপসী পান্নু।
আট পুলিশকর্মীর হত্যার অষ্টম দিনেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টার বিকাশ দুবের। বৃহস্পতিবারই মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয়েছিল এই গ্যাংস্টারকে, উত্তর প্রদেশ নিয়ে আসার পথেই পুলিশের গুলিতে খতম বিকাশ দুবে। শুক্রবার সকাল থেকেই বিকাশ দুবের এনকাউন্টারের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। নানা রকমের প্রতিক্রিয়া উঠে আসছে নেটিজেনদের কাছ থেকে। বলিউডের অন্যতম ঠোঁট কাটা অভিনেত্রী তাপসী পান্নুও বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন।
আরও পড়ুন: Prabhas 20 First Look: বাহুবলী এবার ‘রাধেশ্যাম’, মুক্তি পেল রোমান্টিক পোস্টার
তাঁর ব্যঙ্গ—বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে যায় গাড়ির চাকা। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের জিপ। সেই সুযোগে আহত এক পুলিশের হাতের বন্দুক কেড়ে নিয়ে পালাতে যায় কুখ্যাত বিকাশ দুবে। উপায় না পেয়ে তাকে থামাতে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে গুলি। এনকাউন্টারে মৃত দাগী….পুরো ব্যাপারটা একদম বলিউডি চিত্রনাট্যের মতো নয়? এনকাউন্টার থিয়োরিকে কটাক্ষ করে তাপসীর প্রতিক্রিয়া, ‘লোকে বলে হিন্দি ছবির স্ক্রিপ্ট নাকি অবাস্তব। কেথায়? সিনেমার গল্পই তো দেখছি বাস্তবে ঘটছে?’’
দিন দুই আগে একই ভাবে নাকি খতম করা হয় বিকাশের দুই সঙ্গীকেও। কী কারণে পর পর তিন জনকে এ ভাবে শেষ করা হল এনকাউন্টারে? এই প্রশ্নও তুলেছেন তাঁরা। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটাগরিকদের মধ্যেও। অনেকেই একে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছেন। বেশির ভাগের দাবি, ভুয়ো এনকাউন্টারে চিরকালের মতো সরিয়ে দেওয়া হল বিকাশকে। বহু প্রভাবশালী অপরাধীকে বাঁচানোর জন্যে।
বিকাশ দুবের এনকাউন্টারের খবর সামনে আসবার পর থেকেই টুইটারে ট্রেন্ড করছে #FakeEncounter। নেট দুনিয়ার একাংশের মতে গোটাই ‘সাজানো ঘটনা’। পাশাপাশি রোহিত শেট্টি এবং জলি এলএলবি-২ রয়েছে ট্রেডিং তালিকায়। রোহিত শেট্টির একাধিক ছবিতে উঠে এসেছে পুলিশের ফেক এনকাউন্টের কাহিনি, একই বিষয় ধরা পড়েছে অক্ষয় কুমারের জলিএলএলবি -২ ছবিতেও। টুইটারে ভরে গিয়েছে এই সংক্রান্ত মিমে।
Bollywood has really helped government and politicians in FAKE ENCOUNTER.
We should all say thanks to Jolly LLB 2 and @akshaykumar
Sir #vikasDubeyEncounter#VikasDubey #fakeencounter pic.twitter.com/XPhCqH8A18— KUⓂ️?️R #45 (@Kumar45_) July 10, 2020
Rohit Shetty joined Up Police : confirmed source #FakeEncounter
?????? pic.twitter.com/iwadW7h3B9— ??????? ????? ♛ (@Pro8cyborg) July 10, 2020
আরও পড়ুন: চার মাস আবু ধাবিতে আটকে মৌনী, বললেন, ‘পরিবারকে বড্ড মনে পড়ছে’