Site icon The News Nest

Tabassum Govil: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও সঞ্চালক তাব্বাসুম, বয়স হয়েছিল ৭৮

Tabassum Govil

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ও সঞ্চালক তাব্বাসুম (Tabassum)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

চল্লিশের দশকের শেষের দিকে একজন শিশু অভিনেতা হিসাবে চলচ্চিত্র শিল্পে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ‘বেবি তাব্বাসুম’ নামে পরিচিত ছিলেন। তাব্বাসুম গোভিল হলেন টিভি অভিনেতা অরুণ গোভিলের বৌদি। অরুণ বি আর চোপড়ার রামায়ণে ভগবান রাম চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে জনপ্রিয়।

তাব্বাসুম ভারতের প্রথম টক শো ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’- এর হোস্ট করেন। শৈশবে, তিনি চলচ্চিত্রে নার্গিস এবং মীনা কুমারীর ছোটবেলার চরিত্রের অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ইউটিউবে তাব্বাসুম টকিজ শিরোনামের টক শো হোস্ট করেন। ২০০৬ সালে, তিনি টেলিভিশনে ফিরে আসেন এবং পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম শিরোনামের ডেলি সোপে অভিনয় করেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাবাসসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর নাতনি, কারিশমা গোভিল এবং খুশি গোভিল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর সাথে কিছু পুরানো ছবি শেয়ার করেছেন।

Exit mobile version