কপালে সাজানো চন্দন। তার মাঝে লাল টুকটুকে টিপ। সিঁথি ভরতি সিঁদুর। শরীরে জড়িয়ে রয়েছে ঘিয়ে রঙা শাড়ি। গয়না ভরতি হাত দু’টিও লাল রঙে রাঙানো। একেবারে কনের সাজে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। তাতেই প্রশ্ন উঠেছে, রাজনীতি ছাড়ার পরই বিয়ে করছেন নাকি তারকা?
না, না- ঘাবড়ে যাবেন না, গোপনে বিয়ে সারেননি তনুশ্রী। কোনও প্রমোশ্যানাল কাজে বধূবেশে এই ফটোশ্যুট করেছেন তনুশ্রী। ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী। অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা।
রবিবার ইনস্টাগ্রামে বধূরূপের সেই ছবি পোস্ট করলেন তনুশ্রী। ছবি পোস্ট হতেই যতক্ষণ! বন্ধুকে বিয়ের সাজে দেখে খুনসুটি করলেন মিমি চক্রবর্তী। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে তাঁর প্রশ্ন, ‘বিয়েটা কবে?’ বন্ধুর প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মিমির সঙ্গে রসিকতা করে লিখেছেন, ‘তোর বিয়ের একদিন আগেই।’ মন্তব্যের সঙ্গে একাধিক হাসির ইমোজি। দুই বন্ধুর এই খুনসুটি দেখে নেটাগরিকরাও বেশ উৎফুল্ল। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: গোবিন্দার সঙ্গে ঘরোয়া আড্ডা, খুশিতে উল্লসিত গৌরব-দেবলীনা
টলিউডের গুঞ্জন, ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী। এ নিয়ে যদিও জনসমক্ষে মুখ খোলেননি তিনি। কিন্তু নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া পার্টি করেন রাজকুমার এবং তনুশ্রী। রাজকুমারের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলে তার কিছু ঝলক মেলে।
উল্লেখ্য, গেরুয়া শিবিরের হয়ে শ্যামপুর থেকে ভোটে লড়েছিলেন তনুশ্রী। কিন্তু শক্তঘাঁটিতেও পদ্ম ফোটাতে ব্যর্থ হন নায়িকা। এরপর গত মাসে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন অভিনেত্রী। আপতত অভিনয় কেরিয়ারেই মন দিতে চান তনুশ্রী।
আরও পড়ুন: Tiger 3: মুখ ভর্তি বাদামি দাড়ি আর ঘাড় অবধি চুল! এই বলিউড তারকাকে চেনাই দায়