Tanusree Chakraborty Shares Experience Of Working With Sunny Deol In Soorya

Tanusree Chakraborty : অত্যন্ত বিনয়ী ও ভদ্র লোক… সানি দেওলের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছসিত তনুশ্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার বলিউডে পাড়ি দিয়েছেন কলকাতার আরও এক অভিনেত্রী। আর ইনি হলেন তনুশ্রী চক্রবর্তী। আর তনুশ্রী এবার শ্য়ুটিং করছেন বলিউডের অন্যতম সুপারস্টার সানি দেওলের সঙ্গে। যাঁর সদ্য মুক্তি প্রাপ্ত গদর-২ ব্লকবাস্টার হয়েছে। তনুশ্রী-সানির এই ছবির নাম ‘সুরিয়া’।

টলি নায়িকা জানিয়েছে, কলকাতা ও মুম্বইয়ের কাজের ধরণ আলাদা। তবে একটা জায়গায় মিল রয়েছে সেটা হল খুবই হেল্পফুল। কলকাতায় কাজের পরিবেশটা একদম একটা ঘরোয়া পরিবেশ। কিন্তু, মুম্বইয়ে প্রত্যেকে ভীষণ প্রফেশনাল। সেই সঙ্গে হেল্পফুলও। যে কোনও প্রয়োজনে তাঁরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। সানি দেওলের সঙ্গে কিভাবে কাজ পেলেন? সেই প্রশ্নের উত্তরে নায়িকা জানান, ‘আমার এক পরিচিত প্রযোজকের মাধ্যমে এই প্রস্তাব আসে। তারপর অডিশন পাঠানোর পর সিলেক্ট হই। পরে প্রোডাকশন, পরিচালকের সঙ্গে কথা বলার পর বিষয়টা চূড়ান্ত হয়ে যায়।’

আরও পড়ুন: Tasnia Farin: বিয়ে করলেন ‘কারাগার’ খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিন, পাত্র কে?

সানি প্রসঙ্গে উচ্ছসিত তনুশ্রী বলেন, ‘উনি ভীষন ভালো একজন মানুষ। খুব হেল্পফুল। যাকে বলে একেবারে মাটির মানুষ। উনি যে একজন সুপারস্টার সেটা নিয়ে তাঁর মধ্যে কোনও অহংবোধ নেই। তাই কাজ করতে আমার কোনও অসুবিধা হয়নি। আর আমার মনে হয় একজন মানুষের চরিত্রের এই ধরণটা একটা শিক্ষণীয় বিষয়।’

ফিল্ম ‘সুরিয়া’-নিয়ে তনুশ্রী জানিয়েছেন, শ্যুটিং এখনও বেশকিছুটা বাকি আছে। আউটডোর শ্যুটিং হয়েছে মারাত্মক গরমের মধ্যে যোধপুর ও উদয়পুরে।সেই সঙ্গে OTT-তে- রোডসাইড অপেরা বলে একটি সিরিজের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন নায়িকা। অন্যদিকে কলকাতাতে ডিপফ্রিজ, অরণ্যের দিনরাত্রি-র শ্যুটিং শেষ করেছেন। ফেস্টিভ্যালের জন্যও একটা ছবিতে কাজ করেছেন বলে জানিয়েছেন। আরও তিনটি প্রোজেক্টের কথা চলছে, তবে ওগুলো এখনই কিছু বলতে নারাইজ তনুশ্রী।

আরও পড়ুন: Srabanti: তারায় তারায়…এবার আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest