মহালয়ায় ঘিরে ধরবে নস্টালজিয়া! মুক্তি পেল ‘তারাদের শেষ তর্পণ’-এর ট্রেলার…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টুকরো কথায়, গানে, গল্পে হারিয়ে যাওয়া প্রিয়জন স্মরণ। যা মহালয়ার ভোরে করে থাকে বাঙালি। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মে তারই প্রথম পর্দা প্রতিফলন, ‘তারাদের শেষ তর্পণ’-এ। যার আয়োজনে এই প্রথম গাঁটছড়া বাঁধছে বাংলার দুই প্রথম সারির প্রযোজনা সংস্থা এসভিএফ এবং উইন্ডোজ প্রোডাকশন।

ঠিক কেমন হতে চলেছে ভিন্ন ধর্মী ওয়েব ধারাবাহিক, সেই কথাই বলে গেল এর সদ্য মুক্তি পাওয়া ট্রেলার। প্রিয়জন, পরিজনদের মুখে সমকালীন সময়ে হারিয়ে যাওয়া তারকাদের কথা এমন ভাবে উঠে আসতে চলেছে, যেন মনে হয় তারা কেউই হারিয়ে যান নি। মনে হয় পাশে বসে গল্পে মেতেছেন বুঝিবা। অরিত্র মুখার্জী পরিচালিত ‘তারাদের শেষ তর্পণ’- এর ট্রেলার দেখতে দেখতে শূন্য হয়ে আসে সুখের ভাঁড়ার, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের আরো একবার জীবন্ত দেখে নিতে ব্যাথাতুর হয়ে ওঠে মন। এই ট্রেলার জানিয়ে যায় আপামর বাঙালী মহালয়ার পবিত্র দিনে স্মৃতির তর্পণ জানাবে তার প্রিয় তারকাদের।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ছে ইনস্টাগ্রামে! দেখুন সেলেব্রিটিদের বিকিনি সাজ…

উইন্ডোজের প্রযোজক-পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন,অভিনয়, খেলা, গান, পরিচালনার দুনিয়ার বহু তারকা ঝরে গিয়েছেন সময়ে-অসময়ে। তাঁদের প্রতিভা, তাঁদের কাজের টানে সাধারণ মানুষ কখন যে তাঁদের আত্মার আত্মীয় হয়েছেন, টেরই পাননি! সেই অনুভূতি থেকেই অনুরাগীদের দায় থেকে যায়, তাঁদের শেষ সম্মান জানানোর। যা হয়তো অবস্থার প্রেক্ষিতে সব সময় দেওয়া হয়ে ওঠে না। সেই ভাবনা থেকেই এই সিরিজ বা সিজনের জন্ম।

কী ভাবে এই তর্পণের আয়োজন হচ্ছে? শিবপ্রসাদের কথায়: ‘‘সাংবাদিক গৌতম ভট্টাচার্যের ‘তারাদের শেষ চিঠি’ বইয়ের অনুপ্রেরণায় এই কাজ।  উনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। সুশান্ত সিংহ রাজপুত, পি কে বন্দ্যোপাধ্যায়, চুণী গোস্বামী, ঋতুপর্ণ ঘোষ, তাপস পাল, সুপ্রিয়া দেবী, মহুয়া লাহিড়ী-সহ ১২ জন তারকাকে বেছে নেওয়া হয়েছে।’’ যাঁদের অজানা স্মৃতি বলবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্যের মতো ব্যক্তিত্ব। থাকবে গান ও গল্প।

এক এক পর্বে এক এক জনকে স্মরণ করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর, মহালয়ার সন্ধ্যায় দেখানো হবে ‘তারাদের শেষ তর্পণ’। এক একটি গল্পের দৈর্ঘ্য১৫ মিনিট। তারকার জীবনীই হবে তাঁর গল্পের দৈর্ঘ্যের মাপকাঠি। সিরিজ হলে একটিতে আট বা ১২ জন তারকার গল্প দেখতে এবং জানতে পারবেন দর্শক, সংযোজন অরিত্রের। যাঁদের স্মৃতি তর্পণ হবে তাঁরা দেশ-কালের বেড়া ডিঙিয়ে নিজ প্রতিভায় সর্বজনীন। তাই শিবপ্রসাদের দাবি, বিশ্ব বাঙালি তৃপ্ত হবে ওটিটি প্ল্যাটফর্মে মহালয়া তর্পণের নবতম রূপ দেখে।

এক নস্টালজিয়ার জগতে পদার্পণ করতে বাঙালিকে প্রস্তুত করে দিল যেন তারাদের শেষ তর্পণের ট্রেলার। কয়েক ঘণ্টার মধ্যে মানুষের অন্যতম প্রিয় হয়ে উঠেছে এই ট্রেলার। তারাদের শেষ তর্পণের এই ট্রেলার আপনি দেখেছেন কি?

আরও পড়ুন:  বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, কোহলির ‘রোম্যান্টিক’ প্রতিক্রিয়ায় মেতে নেটপাড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest