Tarzan: বিমান দুর্ঘটনায় সস্ত্রীক প্রয়াত ‘টারজান’ খ্যাত অভিনেতা

টারজানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেলেন হলিউড অভিনেতা জো লারা(Joe Lara)। টারজান ছবি খ্যাত এই অভিনেতা চাটার্ড বিমানে করে যাত্রা করা সময় আকাশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। জানা গিয়েছে, বিমানে যাত্রা করার সময় অভিনেতার সঙ্গে তাঁর ডায়েটেশিয়ান স্ত্রী সহ ৭ জন বিমানে উপস্থিত ছিল। মার্কিন শহর নেশভাইল কাছে পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ে তাঁদের বিমান।

স্থানীয় সময়, শনিবার বেলা ১১টা নাগাদ ন্যাশভিলের কাছে একটি হ্রদে গিয়ে পড়ে সেই বিমান। এখনও পর্যন্ত দেহ উদ্ধারের কাজ করছেন উদ্ধার-কর্মীরা। কেউ বেঁচে নেই বলেই ধারণা রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেস্কিউ (আরসিএফআর)-এর। বিমান দুর্ঘটনার কারণও জানা যায়নি এখনও।

আরও পড়ুন: ছোট পরদার রানিমা ওরফে দিতিপ্রিয়া কি প্রেম করেন? জানুন…

১৯৮৯ সালে ‘টারজান ইন ম্যানহ্যাটন’ ছবিতে অভিনয় করেছেন জো লারা। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘টারজান: দি এপিক অ্যাডভেঞ্চারস’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ‘বেওয়াচ’, ‘ম্যাগফিক্যান্ট সেভেন’, ‘আমেরিকান সাইবর্গ: স্টিল ওয়ারিয়র’ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

২০১৮ সালে স্ত্রী গোয়েন শামলিন লারা(Gwen Shamblin Lara)কে বিয়ে করেন জো লারা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। টারজানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে।

আরও পড়ুন: বাবার কেনা প্রথম বাইকে চালকের আসনে রাজ-পুত্র ইউভান, ভাইরাল ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest