‘তাসের ঘর’ সাজাচ্ছেন স্বস্তিকা! ‘একক অভিনয়’ দেখতে চোখ রাখুন হইচইয়ের পর্দায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরও একটা অরিজিনাল ফিল্মের ঘোষণা হয়ে গেল বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর তরফ থেকে। ডিটেকটিভ ছবির ঘোর থেকে এখনও বের হতে পারেনি বাঙালী দর্শক তার মাঝেই এই নতুন ছবি তাসের ঘর এর খবর।

এই প্রথমবার একক অভিনয় করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে মঞ্চে নয়, ছবিতে। ‘কিয়া অ্যান্ড কসমস’ খ্যাত সুদীপ্ত রায় পরিচালিত ‘তাসের ঘর’ ছবিতে স্বস্তিকাকে এককভাবে অভিনয় করতে দেখা যাবে। মঞ্চে একক অভিনয় যতটা পরিচিত, ছবির ক্ষেত্রে ততটা নয়। ইদানিংকালে পূর্ণদৈর্ঘ্যের কোনও বাংলা ছবিতে তেমন দেখাও যায়নি। তাই এদিক দিয়ে এ ছবি নিঃসন্দেহে ব্যতিক্রমী।’পাতাল লোক’ ওয়েব সিরিজ এবং ‘দিল বেচারা’র পর সারা দেশে এখন অভিনেত্রী হিসেবে নিজের অন্যরকম একটা পরিচিতি তৈরী করে ফেলেছেন স্বস্তিকা। তাসের ঘরের মধ্যে দিয়ে বেশ অনেক দিন পর বাংলা ছবিতে ফিরলেন অভিনেত্রী।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, নিজেই জানালেন টুইট করে

 

‘তাসের ঘর’ ছবির গল্প সুজাতাকে নিয়ে। সুজাতা একজন গৃহবধূ। সে তার নিজের পৃথিবীতে একা। সুজাতার কাহিনী তার নিজস্ব সত্বাকে নিয়ে, অবিরত নিজের মধ্যে খুঁজে চলা এক স্বপ্নের সংসারকে নিয়ে। সুজাতাকে এই পুরুষশাসিত সমাজের এক অবহেলিত অধ্যায় হিসেবে দেখাতে চেয়েছেন সুদীপ্ত। সে কোনও আদর্শ নারী নয়। তার কাজ ও কথার মধ্যে দিয়ে একজন একা হয়ে যাওয়া মানুষের বাস্তবের ছবিটা উঠে আসে। পরিচালকের দাবি, ছবির কাহিনী দর্শকদের অনুপ্রাণিত ও ভাবতে সাহায্য করবে।

পিতৃতান্ত্রিক একটা পরিকাঠামোর থেকে সুজাতার জগৎ কেমন করে লড়াই করে চলে চারপাশের সব কিছুর সঙ্গে সেই কাহিনীই শোনাবে তাসের ঘর। অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই ছবির এই আনকনভেনশোনাল দিক ফুটে উঠেছে। মাথায় এলো খোঁপা বাঁধা, অবিন্যস্ত ভাবে জড়ানো কাপড়, রান্না ঘরের কাজে ব্যস্ত সুজাতাকে এই ভিডিওতে দেখতে পায় দর্শক। সে দর্শকের কাছে গল্প ছলে তুলে ধরে তার নিজের ঘর, নিজের সংসার ঘিরে থাকা স্বপ্ন গুলোর কথা। কিন্তু যখন তার সত্যি সংসার হয়, কেমন হয় তার আস্বাদ? সেই কথা বলতে গিয়ে থমকে যায় সুজাতা। একটা দীর্ঘশ্বাস এসে ঘিরে ধরে তাঁকে। কিন্তু কেন? সেই কাহিনী শোনাতেই আগামী তেসরা সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাসের ঘর।

‘তাসের ঘর’ নিয়ে স্বস্তিকা জানালেন, “এই ছবিটা আমার জার্নিতে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। এরকম চরিত্র আমি আগে কখনও করিনি। চরিত্রটার মধ্যে আমার যেটা সবথেকে ভাল লেগেছে সেটা হলো সুজাতা তার নিজের মতো করে স্বাধীনচেতা। সমস্যা থাকলেও সুজাতার মধ্যে আনন্দ রয়েছে। তার নিজের কিছু লড়াই রয়েছে, যার থেকে মুক্তির উপায় সে নিজেই খুঁজে বার করে নেয়।”

ছবির নামকরণ ও একাকীত্বের বিষয় নিয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকেও শ্রদ্ধা জানাবে এই ছবি। ‘তাসের ঘর’-এর কাহিনীকার সাহানা দত্ত।

আরও পড়ুন: মৃত্যুর পর কদর? মরণোত্তর জাতীয় সম্মান সুশান্ত সিং রাজপুতকে

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest