সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার শোক এবং ‘শক’ দুটোই কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। এর মাঝেই ফের আত্মহত্যার খবর বিনো দুনিয়া থেকে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে আত্মহত্যা করেছেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় মুখ সুশীল গৌড়া। তবে তাঁর আত্মহত্যার কারণ ঘিরে রয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার মান্ডিয়ায় নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে সুশীলের দেহ।
৩০ বছর বয়সী এই অভিনেতা কন্নড় ধারাবাহিক ‘অন্থাপুরা’য় অভিনয় করেছেন। টেলিভিশন থেকে রুপোলি পর্দাতেও শীঘ্রই পা রাখতে চলেছিলেন সুশীল। সালাগা ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা ৫ কোটি! বিরাট,প্রিয়াঙ্কার পর এই কীর্তি ছুঁলেন দীপিকা
সুশীলের আত্মহত্যার খবর এখনও বিশ্বাস করতে পারছে না কন্নড় টেলিভিশন জগত। অভিনেত্রী অমিতা রানাগন্থা জানিয়েছেন, আমি খবর পেলাম বন্ধুর থেকে যে সুশীল আর নেই। এত ভালো মনের একটা ছেলে কীভাবে নিজের বুদ্ধি হারাল। খুব দুর্ভাগ্যজনক,এত ট্যালেন্টেড একটা ছেলে’ অভিনয়ের পাশাপাশি ফিটনেসের প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষন। একসময় ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করেছেন সুশীল। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রি।
https://www.instagram.com/p/B7vyP3el0_J/
ঠিক কী কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি ৷ পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে ৷সুশীলের ইনস্টাগ্রামে উঁকি দিলে বোঝা যায়, জিম ও সাঁতার ছিল তাঁর হবি ৷ নিজেকে ফিট রাখতেই পছন্দ করতেন তিনি ৷ নিয়মিত যোগাসন করতেন ৷ বক্সিং করতেন৷ সব সময় পজিটিভ থাকার কথা যিনি বলতেন, তিনি এভাবে নিজের পরিণতি ডেকে নিলেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন
আরও পড়ুন: ফের #METOO অভিযোগ টলিউডে, যৌনতার বদলে সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার অভিযোগ নামী পরিচালকের বিরুদ্ধে