শাহরুখের সংলাপ বলে বিদায় নিচ্ছে ‘মানি হেইস্ট’! কি পরিণতি হবে প্রফেসর-টোকিওদের?

যা খবর আগামী জুলাইতে নেটফ্লিক্সে ‘মানি হেইস্ট’-এর পঞ্চম সিজনের স্ট্রিমিং শুরু হবে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মানি হেইস্ট (Money Heist)। স্প্যানিশ ক্রাইম ড্রামা দেখেননি এমন মানুষ মেলা ভার। কিভাবে চুরি করতে এসে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, প্রেম খেলে বেড়ায়, আর মৃত্যু ছুঁয়ে যায়, চোর-পুলিশের হিসেব মিলিয়ে হৃদয়ের জয়ের গল্পই যেন বলে মানি হেইস্ট।

সম্প্রতি সিরিজের সমাপ্তি উপলক্ষে শাহরুখের ছবির ডায়লগ ব্যবহার করে হৈ চৈ ফেলে দিয়েছে নেটফ্লিক্স। ২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পাওয়া এই সিরিজটি বর্তমান সময়ে নেটফ্লিক্সের সবথেকে বেশি ভিউ নিয়ে নন ইংলিশ কোনো সিরিজ। ‘মানি হাইস্ট’- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে (প্রফেসর), ইতজিয়ার ইতুয়াও (ইন্সপেক্ট রেকেল), মিগুয়েল হেরেন (রিও) এবং জাইম লোরেট (ডেনভার) সহ অন্যন্যরা।

সম্প্রতি সিরিজের সমাপ্তি উপলক্ষে শাহরুখের ছবির ডায়লগ ব্যবহার করে হৈ চৈ ফেলে দিয়েছে নেটফ্লিক্স। ২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পাওয়া এই সিরিজটি বর্তমান সময়ে নেটফ্লিক্সের সবথেকে বেশি ভিউ নিয়ে নন ইংলিশ কোনো সিরিজ। ‘মানি হাইস্ট’- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে (প্রফেসর), ইতজিয়ার ইতুয়াও (ইন্সপেক্ট রেকেল), মিগুয়েল হেরেন (রিও) এবং জাইম লোরেট (ডেনভার) সহ অন্যন্যরা।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রাশিস- সঙ্গী মানালি, আসছে ‘ধুলোকণা’

এই সংলাপটি নেওয়া হয়েছে শাহরুখ খানের ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। ধারণা করা হচ্ছে মূলত দক্ষিণ এশিয়ার দর্শকের দৃষ্টি আকর্ষণ করতেই এই অঞ্চলের শীর্ষ জনপ্রিয় তারকা শাহরুখের সংলাপ বেছে নিয়েছে সিরিজটির টিম। ক্যাপশনে উল্লেখ রয়েছে, ডাকাতির উদ্দেশ্যে শুরু হয়েছিল। কিন্তু পরিবার হিসেবে শেষ হল। এই জার্নির অংশ হওয়ার জন্য সব অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে গোটা টিম। কীভাবে গল্পটা শেষ হচ্ছে, তা দর্শককে দেখানোর জন্য আর ধৈর্য্য ধরতে পারছেন না নির্মাতারা।

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হেইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। এক বিবৃতিতে নির্মাতা তথা এক্সজিকিউটিভ প্রোডিউসার অ্যালেক্স পিনা বলেন, “আমরা প্রায় এক বছর সময় নিয়ে ভেবেছিলাম, এই টিম কীভাবে ভাঙব। কীভাবে প্রফেসরকে প্রায় দড়ির উপর বসিয়ে রাখব। কীভাবে বিভিন্ন চরিত্রের পরিবর্তন না করে পরিস্থিতি তৈরি করা যায়। তারই ফলাফল পঞ্চম সিজনে দেখতে পাবেন আপনারা। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এটাও বলতে পারি, এই সিজনেই উত্তেজনা সবথেকে বেশি। এই সিজনই সবথেকে মনে রাখার মতো।”

এখনও পর্যন্ত যা খবর আগামী জুলাইতে নেটফ্লিক্সে ‘মানি হেইস্ট’-এর পঞ্চম সিজনের স্ট্রিমিং শুরু হবে। মোট ১০টি পর্বে সাজানো হয়েছে এই সিজন।

আরও পড়ুন: দেশের জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ২০টি ভেন্টিলেটর কিনলেন অমিতাভ বচ্চন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest