সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তে আর কোনও বাধা রইল না। বুধবার এই মামলার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি হৃষিকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ এই মামলার তদন্ত মুম্বইয়ে স্থানান্তরিত করবার রিয়া চক্রবর্তীর পিটিশন খারিজ করে দিল। এই রায় আসবার কয়েকঘন্টার মধ্যেই জানা গিয়েছে আগামিকালই মুম্বই পৌঁছাচ্ছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা।
বুধবার শীর্ষ আদালতের রায়ের পর মুখ খুললেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, অঙ্কিতা লোখন্ডেরা। সুশান্তের প্রাক্তন বান্ধবী কৃতি বলেন, গত ২ মাস ধরে তিনি অস্থির ছিলেন। সবকিছু যেন তাঁর চোখের সামনে ঝাপসা হয়েছিল। সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কিছুটা আশার আলো চোখে পড়েছে। শিগগিরই সত্যি সামনে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই মামলায় যাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজ করতে দেওয়া হয়, সে বিষয়েও আশা প্রকাশ করেন কৃতি।
আরও পড়ুন: সলমন খানকে খুনের পরিকল্পনা, পুলিসের জালে কুখ্যাত বন্দুকবাজ!
সুশান্তের মামলার সিবিআই তদন্তের জন্য শুরু থেকেই আওয়াজ তুলেছিলেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। এদিন সুপ্রিম কোর্টের রায় সামনে আসবার পর টুইটারে প্রতিক্রিয়া জানালেন অঙ্কিতা। এদিন তিনি লেখেন, ‘বিচার হল সত্যের শুরু। সত্যের জয়’।
Justice is the truth in action ??
Truth wins …. #1ststeptossrjustice pic.twitter.com/2CKgoWCYIL— Ankita lokhande (@anky1912) August 19, 2020
সুশান্তের বাবা কেকে সিংয়ের আইনজীবী বিকাশ সিং সুপ্রিম কোর্টের রায় সামনে আসবার পর সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘সুশান্ত সিংয়ের পরিবারের জন্য বড় জয়, মুম্বই পুলিশ এই মামলায় ভুল দিশা দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পাটনা পুলিশের কাছে জুরিসডিকশন ছিল এই মামলার এফআইআর দায়ের করবার এবং বিহার সরকারেরও পূর্ণ অধিকার রয়েছে এই মামলার তদন্তের সিবিআই তদন্তের সুপারিশ সিবিআইয়ের হাতে দেওয়ার। সিবিআইয়ের তদন্তে কোর্ট স্ট্যাম্প দিয়েছে এবং সুশান্ত সংক্রান্ত কোনও মামলা দায়ের হলে সেটা সিবিআই তদন্ত করবে জানিয়ে দিয়েছে সিবিআই’।
আরও পড়ুন: সুশান্ত মৃত্যু: রিয়ার আবেদন খারিজ, সুপ্রিম রায়ে তদন্তভার গেল সিবিআই-এর হাতে