The rap star of Karachi Eva B: My veil is my musical identity

হিজাবই আমার পরিচয়, র‌্যাপ গানে দুনিয়া মাতাচ্ছেন পাকিস্তানের ইভা বি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিপহপ বা র‌্যাপ গানের শিল্পী মানেই—কানে দুল, গলায় চেইন, পরনে টি-শার্ট, ট্র্যাকসুট, স্নিকার্স, কিংবা শরীর দেখানো খাটো পোশাক, হাতে রিং। দীর্ঘদিনের প্রচলিত এই ধারা ভেঙে নতুন রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি নারী র‌্যাপার ইভা বি। কারণ এসবের তোয়াক্কা না করে বোরখা এবং হিজাব পরে কণ্ঠে তুলেছেন র‌্যাপ গান, মন কেড়েছেন বিশ্ববাসীর; যা এখন রীতিমতো ভাইরাল।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান ‘কানা ইয়ারি’ শিরোনামে একটি গান তৈরি করেছে। আর এই গানে কণ্ঠ দিয়েছেন ইভা। গত ১৯ জানুয়ারি কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পরই বিশ্ববাসীর নজর কেড়েছেন ইভা। এ পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখের বেশি।

আরও পড়ুন: Shah Rukh Khan: তুফানি কামব্যাক কিং খানের! ট্রেনের ছাদে অ্যাকশন দেখে মোহিত নেটদুনিয়া

তিনি গান গাওয়া শুরু করেছিলেন ২০১৪ সালে। কিন্তু পরিবার ও সমাজের সমালোচনার মুখে পরে শিল্পীকে গান গাওয়া বন্ধ করে দিতে হয়েছিল। পরিবারে তার ভাই ইভার বিরোধিতা করলেও তিনি সমর্থন পেয়েছিলেন তার মায়ের। তারপর দীর্ঘ বিরতি ভেঙে আবার গান গাওয়া শুরু করেছিলেন তিনি। তবে শর্ত ছিল বোরখা পরে গান গাইতে হবে তাঁকে। সেই শর্ত মেনেই গান গেয়ে বেড়াচ্ছেন ইভা।rap গানের সঙ্গে সখ্যতা শুরু হয় মার্কিন raper এমিনেমের একটি গান শুনে। ইভা অবশ্য জানতেন না এটা কোন ধরনের গান। গানের ছন্দ ইভাকে ভীষণভাবে আকর্ষণ করে। এভাবেই rap গানের সঙ্গে তার ভালোবাসা তৈরি হয়।

এখন বোরখা পরে র‌্যাপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ইভা। আলোচিত এই গায়িকা বলেন—‘এখন আমি যদি বোরখা না পরি তবে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা ভালো পারফর্ম করতে পারি না। বোরখা শুধু আমার মুখ ঢেকে রাখে; এটি আমার প্রতিভাকে ঢেকে দিতে পারেনি। এখন হিজাবই আমার পরিচয়। যা ছোট পোশাকের দুনিয়ায় আমাকে অন্যদের থেকে আলাদা করেছে। ’

আরও পড়ুন: পোশাকের নিচ থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস, নেটদুনিয়ায় ট্রোলড Rakhi Sawant

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest