‘ভালবেসে যদি এত জ্বালা সখী’…মুক্তি পেল ‘মায়াকুমারী’র তৃতীয় গান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দর্শকের সামনে আসতে পুরোপুরি প্রস্তুত ‘মায়াকুমারী’। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবন।আনলক ৫ এ সিনেমা হল খোলারও অনুমতি দিয়ে দিয়েছে কেন্দ্র। পুজোতে এক গুচ্ছ ছবিও ইতি মধ্যেই রিলিজের জন্য তৈরী। সম্ভবত পুজোর মরসুমেই মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ছবি ‘মায়াকুমারী’। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন।

পরিচালক অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’ বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন করার কথা মাথায় রেখেই বানানো।এই ছবি একটি মিউজিক্যাল ছবিও বটে। গানে ঠাসা এই ছবির প্রত্যেকটা গানই অন্যটির থেকে বেশ আলাদা। এবারে মুক্তি পেল ছবির  তৃতীয় গান। ‘ভালোবেসে এতো জ্বালা যদি সখী’- গানটি। গেয়েছেন ইমন চক্রবর্তী ও ছবির মিউজিক করেছেন বিক্রম ঘোষ।

চারের দশকের স্বনামধন্য নায়িকা এই মায়া কুমারী। সিনেমার মধ্যে সিনেমায় তাঁর নায়ক কানন কুমার। মায়া কুমারী যখন জনপ্রিয়তার তুঙ্গে তখনই তিনি ছেড়ে দেন রূপালি পর্দা। বিয়ে করেন শীতল ভট্টাচার্যকে। হঠাৎ কেন গ্ল্যামার দুনিয়া ছাড়লেন মায়াকুমারী? সিনে ইতিহাস বলছে, চারের দশকে দুঃসাহসিক চুম্বন দৃশ্যে অভিনয়ের পরেই নাকি পর্দানসীন তিনি! শোনা যায়, মায়াকুমারী ও কানন কুমারের প্রেমের সম্পর্ক ঠিকভাবে নেয়নি তৎকালীন সমাজ। কোনো ছবিতে নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যের কারণে এবং খোলা পিঠের জন্য প্রিমিয়ারে নায়িকাকে থুতু ছিটিয়েছিল দর্শক।

আরও পড়ুন: মাঝে মাঝে তব দেখা পাই…’গানের ওপারে’-র স্মৃতি উস্কে দিলেন অর্জুন, এবার সঙ্গী দর্শনা

এই মায়া কুমারীর হাত ধরেই বাংলা ছবির আনাচে কানাচে বিহার করবেন অনস্ক্রিন পরিচালক সৌমিত্র মল্লিক। তাঁর চোখ দিয়ে বাংলা ছবির দুনিয়াকে জানবে বাঙালি দর্শক। বেলগাছিয়া রাজবাড়ি সহ কলকাতা এবং কলকাতার বাইরে শুট হয়েছে ছবির। মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু অতিমারী, লকডাউন সব প্ল্যান ভেস্তে দেয় পরিচালকের। বদলে সোশ্যাল মিডিয়ায় ছবির গান অরিন্দম উপহার দিতে থাকেন দর্শক-শ্রোতাদের।

প্রেম, রহস্য, ঘাত প্রতিঘাতের ছবি ‘মায়াকুমারী’ একটি মিউজিক্যাল ছবিও বটে। এই ছবিতে রয়েছে মোট ১২ গান।  ছবির প্রযোজক নীল রতন দত্ত জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হলেই ছবিটি রিলিজ হবে। হাজার হোক, বড় পর্দার কথা মাথায় রেখেই বানানো হয়েছে ছবিটি। ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশীষ এবং আরও অনেকে।

আরও পড়ুন: সামনে এল ফার্স্ট লুক, ক্রিসমাসে মুক্তি শুভশ্রী-পরমের সাইকো-থ্রিলার ‘হাবজি-গাবজি’র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest