This new kissing picture of Kim Sharma and Leander Paes from their Christmas celebration screams love

প্রেমের মরশুম! বড়দিনে পার্ক স্ট্রিটের রাস্তায় কিমকে আদুরে চুমু লিয়েন্ডারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বড়দিন উপলক্ষে সেজে ওঠা পার্ক স্ট্রিটে হাজারো ভিড়ের মাঝেই বান্ধবী কিম শর্মার গালে ভালবাসা এঁকে দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। হাতে হাত ধরে ঘুরলেন আলোকজ্জ্বল পার্ক স্ট্রিটের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় সেই স্পেশ্যাল মুহূর্তের ছবি পোস্ট করে কিম বুঝিয়ে দিলেন, আর কোনও রাখঢাক নয়। বেশ করেছি, প্রেম করেছি!

মাস কয়েক আগেই সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন দুজনে। তারপর থেকে হামেশাই প্রেমিকার হাত শক্ত করে ধরে রয়েছেন লিয়েন্ডার। এই বছর প্রেমিকা ও পরিবারকে নিয়ে কলকাতায় ক্রিসমাস উদযাপন করছেন ভারতের এই টেনিস কিংবদন্তি।  উৎসবের আমেজ, আলোর রোশনাই, আর মনের মানুষ সঙ্গে- শীতের আদর গায়ে মেখেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন লিয়েন্ডার-কিম। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি নিজেরাই পোস্ট করেছেন।

আরও পড়ুন: হাতে হাত! মাসে ৮ লক্ষ টাকা ভাড়ার ঘরের ঝলক শেয়ার ‘ভিক্যাট’ -এর

লিয়েন্ডারের সঙ্গে ভালবাসার মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন কিম। ক্যাপশনে লেখেন-‘ইউ ডোন্ট নিড মিসেলটো’। অর্থাৎ বড়দিনের ট্র্যাডিশন মেনে এই চুমু নয়, আসলে ভালবাসার জন্য তাঁদের কোনও কারণ প্রয়োজন নেই।  কলকাতার পাঁচা তারা হোটেলে প্রি-ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত কিম৷ সাদা পোশাকে মহেব্বতে নায়িকা সোলো ছবি পোস্ট করলেও সেটি তুলে দিয়েছেন লিয়েন্ডার। ছবির ক্যাপশনে নিজেই সে কথা জানিয়েছেন কিম।

 

View this post on Instagram

 

A post shared by Kimi Sharma (@kimsharmaofficial)

সম্প্রতি রাজনৈতিক আঙিনায় পা রেখেছেন লিয়েন্ডার। গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। তারপর কলকাতা পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল পেজকে। রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবনে যে দারুণ ব্যালেন্স করেই খেলছেন তারকা, তা তাঁদের বড়দিনের (Chrismas) প্রাক্কালের ছবিতেই স্পষ্ট।

 

View this post on Instagram

 

A post shared by Leander Paes OLY (@leanderpaes)

আরও পড়ুন: কপিলের ঠোঁটে ঠোঁট রণবীরের ! এক ছবিতে কাঁপল সোশ্যাল মিডিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest