Tiger Shroff and Disha Patani Broke-Up After He Refused To Marry Her: Reports

Disha-Tiger: বারবার বিয়ের প্রস্তাব নাকচ টাইগারের! সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বলিউডে ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন। এবার নাকি ছ’বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদের খবর।

ET Times-র এক প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের পথে হেঁটেছেন টাইগার এবং দিশা। ওই রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন জুটির ঘনিষ্ঠ বলছে, ‘টাইগার তাঁর বাবা-মা জ্যাকি এবং আয়েশার কাছ থেকে আলাদা থাকতে শুরুর করার পরই দিশার সঙ্গে সহবাস করতে শুরু করেন। তাঁরা অনেকটা সময় ধরে একসঙ্গে থাকছেন। তবে চলতি বছর শুরুর দিশার মনে হয়েছে, এবার তাঁদের বিয়ে করে নেওয়াই ভালো।’ ওই সূত্র বলছে, ‘দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই, অভিনেতা বাতিল করে দেন। অভিনেত্রী এ কথা একাধিক বার জানিয়েছেন, তবে প্রতিবারই, টাইগারের প্রতিক্রিয়া ছিল ‘না, এখন নয়।’ দিশা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু টাইগার এই মুহূর্তের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য় প্রস্তুত নয়।’

আরও পড়ুন: Mika Di Vohti: কলকাতার প্রান্তিকা নয়, আকাঙ্খা পুরীর গলাতেই মালা দিলেন মিকা?

একটু পিছন ফিরে দেখলে মনে পরে যায় গত মার্চ মাসেই ছেলের বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছিলেন জ্যাকি শ্রফ। তখনই তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে টাইগারের বিয়ের কোনও প্ল্যানিং নেই। একটা সময় ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল টাইগার আর দিশা পাটানি নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সেই সময়ই জ্যাকি জানিয়েছিলেন, টাইগার তাঁর পেশার সঙ্গে এখন বিয়েটা সেরে ফেলেছে। তাঁর মূল ফোকাস এখন শুধুই কাজ। যদি বিয়ের ব্যাপারে কোনও প্ল্যানিং থাকত তাহলে নিশ্চয়ই সেটার দিকেই ফোকাস করত।

টাইগার ও দিশা দুজনেই মুখ ফুটে কোনওদিন প্রেমের কথা স্বীকার করেননি। আবার একই সঙ্গে কোনওদিন অস্বীকারও করেননি প্রেমের আখ্যান। ২০১৯ সালে তাঁদের প্রেমের গুঞ্জন তীব্র হয়। ভ্যালেন্টাইন্স ডে’র দিন দুজনেই ইনস্টাগ্রামে আংটির ছবিও শেয়ার করেছিলেন। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন তাঁদের হয়তো বাগদান হয়ে গিয়েছে। কিন্তু ২০২০ সালেই সম্পর্কে অবনতির খবর প্রকাশ্যে আসে। টাইগারের নাম জড়ায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে। টাইগার প্রকাশ্যেই স্বীকার করেন, ছোট থেকেই শ্রদ্ধাকে পছন্দ তাঁর। এখানেই শেষ নয়, শোনা যায় আদিত্য রায় কাপুরের সঙ্গে দিশা পাটানির সম্পর্ক নিয়েও নাকি সন্দেহ দানা বাধা টাইগারের মনে। যদিও সন্দেহ-বিতর্ককে দূরে সরিয়ে রেখেই আবারও এক সঙ্গে বিদেশে ঘুরতে যেতে দেখা যায় তাঁদের। দেখা যায় অ্যাওয়ার্ড ফাংশনেও। শ্রফ পরিবারের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক দিশার। তাঁদের এই বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।

আরও পড়ুন: Lokkhi Chele: বিজ্ঞান ও কুসংস্কারের টানাপোড়েন, জিতবে কে? উত্তর দেবে ‘লক্ষ্মী ছেলে’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest