ওয়েব ডেস্ক: ফের সংবাদ শিরোনামে উঠে এলেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত (tina datta)। বঙ্গ কন্যা হলেও হিন্দি ধারাবাহিকেই (serial) বেশি অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জনপ্রিয় ধারাবাহিক ‘উতরণ’ (utaran) এর হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। এই একটি ধারাবাহিকই তাঁকে রীতিমতো পরিচিতি এনে দেয় ইন্ডাস্ট্রিতে।
উতরণ-এর পর টিনা দত্তকে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।কিন্তু তাঁর জনপ্রিয়তায় কমতি নেই।তাঁর সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে টিনসেল টাউনে কম জলঘোলা হয়নি। সেই টিনা দত্তই এবার সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়াতে শুরু করেছেন।
দেখে নিন তাঁর সাম্প্রতিক ফটোশুট-
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় টিনা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ২ মিলিয়ন। আর হবে নাই বা কেন, প্রায়দিনই নতুন নতুন ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। আর সেসব পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ঠিক সেটাই হয়েছে টিনার সাম্প্রতিক ছবিগুলির সঙ্গেও। সম্প্রতি বেশ কিছু নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন এই বঙ্গ কন্যা। ছবিতে দেখা যাচ্ছে হট প্যান্ট ও গোলাপি ক্রপ টপ পরে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তিনি। একান্তে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। বেশ কয়েকটি পোজে ফটোশুট করেছেন টিনা। ইতিমধ্যেই ছবিতে ৪২ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে।
আরও পড়ুন: হইচই-এর নতুন ওয়েব সিরিজ, আসছে পরমব্রত-অঙ্কুশের কোর্টরুমে লড়াই ‘কেস জন্ডিস’
তবে শুধু এই ছবিগুলিই নয়, এর আগেও বেশ কিছু ফটোশুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও তাঁকে দেখা গিয়েছে নীল পোশাকে আবার কখনও কালো স্বচ্ছ পোশাকে ‘হট’ অবতারে ধরা দিয়েছেন বাঙালি তনয়া।
কেরিয়ারে উন্নতি করলেও, টিনার ব্যক্তিগত জীবন মোটেও পেলব ছিল না। দীর্ঘদিনের সম্পর্কে থেকে প্রতিনিয়ত হিংসার শিকার হয়েছেন অভিনেত্রী। প্রেমিক তাঁকে মারধর ও গালিগালাজ করতেন বলেও জানিয়েছিলেন টিনা।
এখন ছোটপর্দায় তাঁকে তেমন দেখা না গেলেও লাইমলাইট কিভাবে নিজের ওপর ধরে রাখতে হয় তা খুব ভাল ভাবেই জানেন টিনা।
আরও পড়ুন: লকডাউনে ‘পাগল’ হলেন শাহিদ, সামলাতে পারছেন না বউ, শেয়ার করলেন ভিডিও