Tisha and Farooki release daughter's picture on anniversary

বিয়ের এক যুগ! বিশেষ দিনে সন্তানকে প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিজেদের বিবাহবার্ষিকীতে মেয়ে ইলহামকে প্রকাশ্যে আনলেন ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সারোয়ার ফারুকী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম মেয়ের ছবি প্রকাশ করেছেন তিশা।

গত ৫ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। তার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। জন্মের পর থেকে সন্তানকে একান্ত নিজেদের মতো করে বড় করছেন তিশা-ফারুকী দম্পতি। মেয়ের ছবি পর্যন্ত প্রকাশ করেননি। অবশেষে জন্মের সাত মাস পর মেয়ে ইলহামকে ভক্তদের সামনে আনলেন তাঁরা।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ কন্যাকে সামনে আনার জন্য তিশা-ফারুকী বেছে নিয়েছেন বিশেষ দিন।  ১৬ জুলাই তাদের বিবাহবার্ষিকী। ২০১০ সালের এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

আরও পড়ুন: Sohobashe: ‘সহবাসে’ অনুভব-ইশা, ২২ জুলাই মুক্তি পাবে প্রেমের গল্প

একটি ছবিতে দেখা যায়, তিশার কোলে পরম আদুরে চাহনিতে চেয়ে আছে ছোট্ট ইলহাম। আরেকটি ছবিতে ফুটে উঠেছে ফারুকীর পিতৃত্বের সীমাহীন আনন্দ। কন্যাকে তিনি দু’হাত দিয়ে আকাশের দিকে তুলে ধরে আছেন। বাবা-মেয়ের মুখে প্রাণোচ্ছল হাসি। এ ছাড়া আরেকটি ছবিতে তিশা ও ফারুকী দু’জনই ক্যামেরাবন্দি হয়েছেন কন্যার সঙ্গে। তবে সেখানে ইলহামের চেহারা দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই তারকা জুটি। তিশা-ফারুকীর বিবাহবার্ষিকীতে তাদের কন্যার প্রথম ছবি দেখে ভীষণ উচ্ছ্বসিত অনুসারীরা।

আরও পড়ুন: চারবছর পর বড়পর্দায় সত্যান্বেষী! প্রকাশ্যে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র টানটান টিজার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest