তাঁকে নিয়ে গান বাঁধলেন ভক্ত, আপ্লুত ‘রিয়েল হিরো’ বললেন,’মুম্বই নিয়ে চলে আসব’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: লকডাউনে মুম্বইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দিয়ে রাতারাতি নায়ক  বনে গিয়েছেন বলিউডে খলনায়কের চরিত্রে পরিচিত মুখ সোনু সুদ। তাঁর জনপ্রিয়তা এমনই গগনচুম্বী যে, এবার সোনুর জন্য গান লিখে তা গেয়েও ফেললেন এক ভক্ত!

অভিষেক কুশওয়াহা নামের ওই ভক্ত গানটি গেয়ে সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন| খালি গলায় গাওয়া গানটির মর্মার্থ হল, সোনু সুদের মতো মানুষ হয় না| দুঃখী ও দরিদ্রদের পাশে সব সময় থাকেন মহানুভব অভিনেতা। আটকে পড়া মানুষদের পথ দেখান। কেউ ওঁর সাহায্যপ্রার্থী হলেই ঝাঁপিয়ে পড়েন। সোনু সুদ সকলের প্রিয় বলে গানে বর্ণনা করা হয়েছে।

আরও পড়ুন: ‘হাতির খুনিদের শাস্তি দিলেই হবে না, জনসচেতনতা বাড়ান’, কেরলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকে খোলা চিঠি মিমির

গানটির ভিডিও পোস্ট করে সোনু-ভক্ত অভিষেক লেখেন, ‘ভাইয়া আশীর্বাদ করবেন|’ বলা বাহুল্য, গানটি মন জিতে নিয়েছে ‘দাবাং’ ছবির ছেদী সিংহ-র| সোনু নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন| সঙ্গে লিখেছেন, ‘ভাই এত ভাল গান করলে তো তোমাকে বাড়ি থেকে তুলে মুম্বই নিয়ে যেতে হয়| তারপর যতই বাড়ি ফেরার বায়না করো না কেন, যেতে দেব না| ফেরাতে পারলে নিয়েও আসতে পারি|’

ঘূর্ণিঝড় নিসর্গের পরে মুম্বইয়ের সমুদ্র সংলগ্ন এলাকায় ২৮ হাজার খাবারের প্যাকেট বিলি করেছেন সোনু। তাঁদের বিভিন্ন স্কুল ও কলেজে থাকার ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি পঞ্জাবে চিকিৎসকদের জন্য ১৫০০ পিপিই কিট পাঠিয়েছেন তিনি| মুম্বইয়ে স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের হোটেল।

আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হিন্দুত্ববাদী নেতার, পাত্তা না দিয়ে ‘পাতাল লোক’ ২ আসার ইঙ্গিত দিলেন অনুষ্কা

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest