Site icon The News Nest

দেশের ‘প্রথম সুপারস্টার’ রাজেশ খান্নার জন্মদিন আজ, দেখুন তাঁর জীবনের নানা দিক

rajesh khanna

আজ রাজেশ খান্নার (Rajesh Khanna) জন্মদিন। প্রয়াণের এতগুলো বছর পরও কিন্তু অভিনেতাকে নিয়ে বিন্দুমাত্র উৎসাহে ভাঁটা পড়েনি। আর তার আগেই অভিনেতা-প্রযোজক নিখিল দ্বিবেদীর (Nikhil Dwivedi) বড় ঘোষণা। এবার তাঁর সুবাদেই বড়পর্দায় আসতে চলেছে রাজেশ খান্নার বায়োপিক।

মঙ্গলবারই হিন্দি সিনে ইন্ডাস্ট্রি তথা দেশের প্রথম সুপারস্টারের বায়োপিক করার কথা ঘোষণা করেছেন নিখিল। নিখিলের কথায়, ‘রাজেশ খান্না এ দেশের প্রথম সুপাস্টার। তাঁর জীবনে প্রচুর ওঠা-পড়া যা অনুরাগীদের জানা উচিত। অনেক আগেই রাজেশ খান্নার জীবনী নিয়ে ছবি তৈরি হওয়া উচিত ছিল।’

জানা গিয়েছে, লেখক গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই থেকেই তৈরি হবে ছবির চিত্রনাট্য। লেখক গৌতম নিজেই। আর পরিচালক? শোনা যাচ্ছে এই ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন ফারহা খান। ফারহা জানিয়েছেন, ‘গৌতম চিন্তামণির বইটা পড়েছি। দারুণ লেগেছে। আর সেখান থেকেই নিখিলের সঙ্গে বায়োপিক নিয়ে কথা হচ্ছে। চিত্রনাট্য ফাইনাল হলেও ছবির কাজে নেমে পড়তে হবে।’

শোনা যাচ্ছে এই ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন ফারহা খান। ফারহা জানিয়েছেন, ‘গৌতম চিন্তামণির বইটা পড়েছি। দারুণ লেগেছে। আর সেখান থেকেই নিখিলের সঙ্গে বায়োপিক নিয়ে কথা হচ্ছে। চিত্রনাট্য ফাইনাল হলেও ছবির কাজে নেমে পড়তে হবে।’

২৯ ডিসেম্বর ১৯৪২ এ রাজেশ খান্নার জন্ম। মৃত্যু, ১৮ জুলাই ২০১২। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র বিশেষ তিনি।শৈশবে রাজেশের নাম ছিল যতীন অরোরা। চুন্নি লাল খান্না এবং লীলবতী খান্না তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন ও বড় করে তোলেন। তাঁরা রাজেশের প্রকৃত মা-বাবার আত্মীয়। রাজেশের পিতা-মাতা অবিভক্ত ভারতের অমৃতসরের গলি তিউয়ারিয়ান এলাকার বাসিন্দা ছিলেন। দত্তক গ্রহণের পর তার নতুন পরিচয় হয় যতীন খান্না। সেন্ট সেবাস্টিয়ান’স গোয়া হাইস্কুলে রাজেশের পড়াশোনা। যেখানে পড়তেন রবি কাপুর ওরফে জীতেন্দ্র। তিনিই তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন।

 

 

Exit mobile version