Tollywood actress Debashree Roy’s mother Arati Roy passes away

Debashree Roy: প্রয়াত অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি দেবী, দিদাকে হারালেন রানি মুখোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাতৃহারা হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। মঙ্গলবার অর্থাৎ রাসপূর্ণিমার দিন প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা আরতি রায়। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর। শোনা গিয়েছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন আরতিদেবী। অভিনেত্রীর দিদির বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের ইচ্ছাপূরণ করতেই এক সময় দেবশ্রীর ইন্ডাস্ট্রিতে আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে তাঁকে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পিছনে আরতি দেবীর অবদান অনস্বীকার্য। কেরিয়ারের শুরু দিনগুলোয় আরতি দেবীর হাত ধরেই স্টুডিয়োপাড়ায় যেতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী। গত ৯ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তারপর থেকেই কাহিল হয়ে পড়েছিলেন। নৃত্যশিল্পী ছিলেন আরতিদেবী। সাঁই নটরাজ ডান্স স্কুল নামের নাচের স্কুল চালাতেন। সেই স্কুল থেকে শিখে এখন বহু শিল্পী নাচের জগতে প্রতিষ্ঠিত।

আরও পড়ুন: Aindrila Sharma Health Update: মস্তিষ্কে অস্ত্রোপচার, প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের

এই বছর জন্মদিনে মাকে নিজের হাতে পায়েস রেঁধে খাইয়েছিলেন পর্দার ‘সর্বজয়া’। উল্লেখ্য আরতি দেবীর মেয়ে, দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়(Rani Mukerji)। সেই হিসেবে দিদাকে হারালেন রানি। আরতিদেবীর প্রয়াণ নাচের জগতেরও অপূরণীয় ক্ষতি, এমনটাই মনে করছেন অনেকে। আরতিদেবীর সংস্থাতেই নাচ শিখেছিলেন অভিরূপ সেনগুপ্ত। নৃত্যগুরুকে হারিয়ে শোক প্রকাশ করেন তিনি। দেবশ্রী রায় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

এক সংবাদ মাধ্যমর তরফে দেবশ্রীকে যোগাযোগ করায় আবেগঘন অভিনেত্রী বললেন, ‘‘বুঝতেই পারিনি, মা কখন চলে গেলেন। মায়ের জন্যেই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া তো আমার কোনও অভিপ্রায় ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনও রোগ ছিল না। তিন মেয়ে পাশে ছিল, তাই খুব শান্তিতে গিয়েছেন মা।’’

আরও পড়ুন: Bengali Film: আসছে ‘আবার বিবাহ অভিযান’, সামনে এল চরিত্রদের ফার্স্ট লুক

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest