বাঙালির প্রাণের উৎসব শেষে যখন একরাশ মনখারাপ, সেই সময়েই সমৃদ্ধির দেবীকে ঘরে আরাধনা করতে ব্যস্ত হয়ে ওঠে গৃহস্তরা। কোজাগরী লক্ষ্মীপুজোতে সংসারে শ্রীবৃদ্ধি হয় বলে কথিত রয়েছে। দুর্গোৎসব শেষে পূর্ণিমা তিথিতে বেশিরভাগ সনাতন হিন্দু ঘরে এই পুজো হয় ৷
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ধনলক্ষ্মীর আরাধনায় ব্যস্ত বাঙালি। সেই তালিকায় বাদ যাননি টালিগঞ্জের তারকারাও। অতিমারীর জেরে অবশ্য কারুর বাড়িতেই আড়ম্বরের সঙ্গে লক্ষ্মীপুজো হচ্ছে না।সেই তালিকায় বাদ যাননি টালিগঞ্জের তারকারাও। অতিমারীর জেরে অবশ্য কারুর বাড়িতেই আড়ম্বরের সঙ্গে লক্ষ্মীপুজো হচ্ছে না।
ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির লক্ষ্মী পুজোর ঝলক তুলে ধরেছেন মিমি চক্রবর্তী। লক্ষ্মী পুজোর দিন সাবেকি সাজেই দেখা মিলল যাদবপুরের সাংসদের। খয়েরি-নীল রঙের মিশেলে ভারী সিল্কের শাড়ি পরেছেন মিমি। সঙ্গে গা ভর্তি সোনার গয়নায় খোলা চুল আর কপালে ছোট্ট লাল টিপে- ঝলমল করছেন নায়িকা।
View this post on Instagram
কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা🙏
A post shared by Mimi (@mimichakraborty) on
উত্তমকুমারের বাড়ির লক্ষ্মী পুজো বরাবরই আড়ম্বর করে হয়। এবারেও বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। ধনদেবী সেজেছেন ঢাকাই শাড়িতে। মহানায়কের নাতি ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বসেছেন পুজোর যজ্ঞে। পারিবারিক নিয়ম মেনেই কোজাগরীর আরাধনা করলেন তিনি।
লক্ষ্মী প্রতিমার সামনে গৌরবের লক্ষ্মী অর্থাৎ দেবলীনা কুমার।
নিজের বাড়িতে ছোট্ট করেই পুজো সারলেন অর্পিতা চট্টোপাধ্যায়।
এছাড়াও পুজোর লুক ও পুজোর ছবি শেয়ার করেছেন আরো কিছু টলি তারকা, দেখুন ভিডিও