Tollywood: Chiranjit Chakraborty Will Act On A Series Directed By Parambrata Chatterjee

Tollywood: পরমব্রতর পরিচালনায় অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন পরমব্রত, আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। হরর আর থ্রিলারের মিশেলের এই ওয়ের সিরিজের নামভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে।

মে মাসেই একটি নতুন সিরিজ পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শোনা গিয়েছে, সেই সিরিজের মূল চরিত্রেই অভিনয় করার ডাক পেয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। এর আগেও একসঙ্গে কাজ করেছেন টলিউডের এই দুই তারকা, তবে সহ অভিনেতা হিসেবে। এইবার সেই সমীকরণেই কিছুটা বদল আসবে। এই সিরিজের বিষয় মূলত হরর। পরমব্রত চট্টোপাধ্যায় বুদ্ধিদীপ্ত পরিচালক। তাই চিত্রনাট্যের প্রতি আকর্ষিত হয়েই এই কাজ করতে রাজি হয়েছেন চিরঞ্জিত।

সিরিজের শ্যুটিং হতে চলেছে পাহাড়ে। চিরঞ্জিতের পাশাপাশি এই সিরিজে অভিনয়ের প্রস্তাব গিয়েছে, অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায় এবং সুরঙ্গনা বন্দোপাধ্যায়ের কাছে। যদিও এই নিয়ে এখনও পরিচালক বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

ইদানিংকালে চিরঞ্জিতকে সেই অর্থে তেমন কোনও ছবি বা প্রজেক্টে দেখা যায় না। ভীষণই বেছে কাজ করেন, এই সিরিজে সম্মতি জানানোর কারণ কী? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আসলে পরমের অনুরোধ ফেলত পারলাম না। ওই কারণেই আবার শ্যুটিং ফ্লোরে ফিরছি। এই কাজ করছি।’ কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জুবিলি সিরিজ মুক্তি পেয়েছে। সেই সিরিজ দর্শকদের থেকে বহুল প্রশংসিত হয়েছে। ফলে এখন সকলেই মুখিয়ে আছেন চিরঞ্জিতের এই কাজের জন্য।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest