টলিউডে এখন একের পর এক বিয়ের ফুল ফুটছে । আগামী আগামী ৯ ডিসেম্বর শুভ পরিণয় হতে চলেছে ‘রানি রাসমণী’র মথুরবাবু ওরফে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের । পাত্রী দেবলীনা কুমার। অভিনেতার নতুন জীবনে নেমে আসুক একরাশ শুভেচ্ছা, এমনই কামনা রাণী রাসমণি পরিবারের। তাই নিজেদের প্রিয় মথুরকে চমকে দিয়ে দারুণ একটা সারপ্রাইজ প্ল্যান করল সকলে।
সোমবার ইন্দ্রপুরী স্টুডিওতেই আইবুড়ো ভাত খেলেন গৌরব। ছিল এলাহি আয়োজন। যা দেখে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে! আর গৌরবের আইবুড়ো ভাতের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তাঁর অন-স্ক্রিন দ্বিতীয় স্ত্রী, রাণী রাসমণির ছোট খুশি অর্থাত্ অভিনেত্রী রসনি ভট্টাচার্য। ভাত,ডাল. পাঁচরকম ভাজা, সুক্তো, মাছ, পোলাও- কী ছিল না মেন্যুতে।
আরও পড়ুন: ‘ফেলুদা’ কি সৃজিতের লেখা? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচকদের কড়া জবাব দিলেন পরিচালক
রসনি এই ছবি পোস্ট করে লেখেন- গৌরব তোমার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা, আশা করি তুমি খাবারের দিকে যেমন একদৃষ্টে তাকিয়ে আছো, দেবলীনার দিকেও ঠিক এমনিভাবেই তাকিয়ে থাকবে….’। জবাবে গৌরব লেখেন- উফ.. তুমি কী মিষ্টি। অন্যদিকে অভিনেতার হবু স্ত্রী দেবলীনা লেখেন- তোমরা খুব কিউট।
প্রথমে ২৫ ডিসেম্বর ঘটা করে বিয়ে করার কথা ছিল এই জুটির। তবে করোনার কারণেই পরিকল্পনায় পরিবর্তন। ৯ তারিখ হাতেগোনা বন্ধু ও দুই পরিবারের উপস্থিতি সাত পাকে বাঁধা পড়বেন গৌরব-দেবলীনা জুটি। ১৫ তারিখ বিয়ের রেজিস্ট্রি।
বিয়েটা ধুমধাম করে না করলেও সেলিব্রেশন কিন্তু বাদ পড়বে না তা জানিয়ে দিয়েছেন দেবলীনা. আগামী বছর মার্চে বসবে গৌরব-দেবলীনার বিয়ের গ্র্যান্ড রিসেপশন। বিদেশে থাকা আত্মীয়রাও যাতে শামিল হতে পারে এই খুশিতে তাই একটু দেরিতে এই সেলিব্রেশনের আসর।
আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে বিয়ে, অবশেষে রিসেপশনের ছবি শেয়ার সানা খানের