Tollywood News: are dev and soham chakraborty collaborating and will work together on a film

Tollywood News: এক ফ্রেমে ধরা দেবেন দেব-সোহম? টলিউডের অন্দরে জোর জল্পনা

নতুন ছবি, প্রজেক্টের জন্য হাত মেলাতে চলেছেন প্রযোজক দেব এবং সোহম। সম্প্রতি এমনই একটা খবর প্রকাশ্যে এসেছে। অভিনয় তো বটেই এই দুই নায়কের প্রযোজনা সংস্থাও এবার হাত মেলাতে চলেছে। এই দুই প্রযোজনা সংস্থার তরফে আনা হচ্ছে নতুন ছবি। না একটা নয়, একাধিক নতুন ছবি আসছে।

উল্লেখ্য, এর আগে ‘কাছের মানুষ’, ‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন-প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দেব। অভিনয়ও করতে পারেন তাঁরা। তবে শোনা এও যাচ্ছে, বিষয়টি রটনা হলেও ঘটনা নয়। অর্থাৎ নির্ভেজাল জল্পনা। দেব ও সোহমের মধ্যে এমন কোনও চুক্তিই হয়নি। এ বিষয়ে জানার জন্য দেবের টিমের সদস্যকেও ফোন করা হলেও সে তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।

আপাতত ঝাড়খণ্ডে রয়েছেন দেব। সেখানে শুরু হয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র তৃতীয় পর্বের শুটিং। সেট থেকেই সাদা-কালো ছবি শেয়ার করেছেন অভিনেতা-প্রযোজক। এই প্রথমবার সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করছেন দেব।

এদিকে সোহম অভিনয়-প্রযোজনার পাশাপাশি রাজনীতির কাজকর্ম নিয়েও ব্যস্ত। অবশ্য, দুই তারকা একজোট হলে অনুরাগীরা খুশিই হবেন।