Site icon The News Nest

Bulbbul Trailer: রহস্যের হাতছানি, অন্যরূপে নজর কাড়লেন পাওলি, দেখুন…

bulbbul

The News Nest: মুক্তি পেল নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ বুলবুল-এর ট্রেলার। রাহুল বোস, তৃপ্তি দ্রিমি এবং অবিনাশ তিওয়ারি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে। অনুষ্কা শর্মার প্রযোজনায় এই ছবির পরিচালনা করেছেন অনভিতা দত্ত।

একটি বাংলা উপকথার ভিত্তিতে তৈরি হয়েছে। অল্পবয়সী মেয়ে বুলবুল। তার জীবনের এক ভিন্ন কাহিনি এবং ডাইনির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গল্প লিখেছেন পরিচালক অনবিতা। হররের মোড়কে রয়েছে দারুণ একটা গল্প এবং সঙ্গে রহস্য়-কল্পনা মিলিয়ে একটা টানটান ব্যাপার। মোড়ও ঘুরে যাবে গল্পের।

অনুষ্কার শর্মার প্রযোজনায় আসছে ‘পরী’ ছবির পর দ্বিতীয় হরর ফ্লিক বুলবুল। পরীর পর দ্বিতীয়বার পরমব্রত চট্টোপাধ্যায় কাজ করলেন অনুষ্কার সঙ্গে। এছাড়া রয়েছেন পাওলি দাম, রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি। পাওলির মাথা ন্যাড়া লুকে একেবারে প্রথমেই নজর কেড়েছেন দর্শকের। অ্যামাজন প্রাইমে অনুষ্কার ‘পাতাললোক’ দারুণ হিট। এবার নায়িকার আরও একটি নয়া প্রযোজনা নেটফ্লিক্সের সঙ্গে। এটিই অনুষ্কা ও নেটফ্লিক্সের প্রথম কাজ।

আরও পড়ুন: বড়পর্দা বা ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, টিভিতে আসছে প্রসেনজিতের ‘নিরন্তর’, দেখুন ট্রেলার…

গল্পের পটভূমি ১৯ শতকের শেষ দিকে এবং বিশ শতকের গোড়ার দিকের পশ্চিমবঙ্গ। ‘বুলবুল’ একটি বহুস্তরীয় গল্প। গল্পের কেন্দ্র এক ডাইনি।তবে ট্রেলার দেখে বলাই যায় এটি মহিলাদের মুক্তির গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র বুলবুল। বাল্যবিবাহ হয় তাঁর। বিয়ের পর যখন সে শ্বশুরবাড়িতে আসে তখন তাঁর সঙ্গী ছিল তারই বয়সী এক ছেলে। বুলবুল ভেবে নেয় সেই তার স্বামী। কিন্তু না। আদতে ছেলেটি তার দেওর। বুলবুলের বিয়ে হয়েছিল এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে। কিন্তু বুলবুলের যে সেই ছেলেটিকেই পছন্দ। তার নাম সত্য। এর মধ্যে বুবৃলবুল জানতে পারে গ্রামে এক ডাইনির বাস। এক কালীপুজোর রাতে মারা যায় বুলবুলের স্বামী। তাকে নাকি ডাইনি খেয়েছে। সত্য উদঘাটনের চেষ্টা করে বুলবুলের দেওর। কিন্তু বড় হাভেলিতে এমন অনেক রহস্য থাকে, যা খুললেই বিপদ।

গোটা ট্রেলারেই তিনি সাসপেন্স ধরে রেখেছেন পরিচালক। ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘বুলবুল’। চলতি বছরেই ওটিটি প্লাটফর্মে প্রযোজক হিসেবে পা দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং প্রথমবারেই সাফল্যের মুখ দেখেছেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থার ক্লিন স্লেট ফিল্মসের প্রথম ওয়েব সিরিজ পাতাললোক আপাতত অ্যামাজন প্রাইমের শীর্ষ তালিকায়। আর এই সাফল্যের স্বাদ পেতে আবাও ওয়েব দুনিয়াতে কাজ করতে চলেছেন নায়িকা। যদিও নিজে এখনও ডিজিটাল দুনিয়ায় অভিনয় নিয়ে কোনও কথা বলেননি তিনি।

আরও পড়ুন: ‘অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ আমার জীবনের মস্ত বড় ভুল’! মনোবিদের কাছে বলেছিলেন সুশান্ত

Exit mobile version