‘ফেলুদা’ কি সৃজিতের লেখা? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচকদের কড়া জবাব দিলেন পরিচালক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘ছিন্নমস্তার অভিশাপ’ কি সৃজিত মুখোপাধ্যায়ের রচনা? ফেলুদা চরিত্রের স্রষ্টা কি পরিচালক সৃজিত? শনিবার ছিন্নমস্তার অভিশাপ ট্রেলার প্রকাশ্যে আসার খানিক পর থেকে এসব প্রশ্নেই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় পরিচালককে। যার জেরে শেষমেশ ইউটিউব থেকে ট্রেলারটিই সরিয়ে ফেলা হয়। রবিবার নতুন করে মুক্তি পায় ওয়েব সিরিজটির ট্রেলার।

ঠিক কী নিয়ে বিতর্ক? আসলে ট্রেলারের ক্রেডিট টাইটেলে লেখা ছিল, যে ‘ছিন্নমস্তার অভিশাপ’ লেখা ও পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। আর ঠিক এখানেই আপত্তি তোলেন নেটিজেনরা। সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে এই ওয়েব সিরিজ হলেও ‘Written by’ লেখার যুক্তি খুঁজে পাননি তাঁরা। ফলে এনিয়ে তীব্র বিতর্কের মুখে পড়তে হয় পরিচালককে।

যদিও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন পরিচালক। সমালোচনা শুরু হলে প্রথমে সৃজিত নিজে কমেন্ট সেকশনে গিয়ে মার্জিত ভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন নিন্দুক দের। তিনি বলেন , মোশন পিকচার্স- এর ক্ষেত্রে রিটেন অ্যান্ড ডিরেক্টেড ‍বলতে চিত্রনাট্য ও সংলাপ লেখার কথাই বোঝানো হয়।

আরও পড়ুন:  মন্দিরে আরতির সময় চুম্বন, লাভ জেহাদ প্রচারের অভিযোগে #BoycottNetflix-এর ডাক

কিন্তু তাতেও যখন বিতর্ক থামে না তখন নিজেই দায়িত্ব নেন সৃজিত। সত্যজিৎ রায়ের তিন কন্যা, অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালির মতো ছবির ক্রেডিট কার্ড ও উইকিপিডিয়া ক্রেডিটের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, “এটা ভাবলেও অবাক লাগে যে অনেকেই জানেন না, যদি ক্রেডিটে কাহিনীর জন্য আলাদা করে নাম উল্লেখ করা হয়, তবে রিটেন অ্যান্ড ডিরেক্টেড বলতে চিত্রনাট্য ও সংলাপ রচনার কথাই বলা হয়। কিন্তু প্রত্যেককে আলাদা করে উত্তর দেওয়ার ঝক্কি এড়াতে আমরা ফেলুদা ফেরতের প্রথম কিস্তির ট্রেলর পুনর্বিবেচনা করে, অজ্ঞতা থেকে উদ্ভুত বিতর্ক এড়ানোর উপযোগী করে আবার আপলোড করেছি। আশা করি আনন্দ পেয়েছেন।”

রবিবার সকালে ইউটিউব থেকে ট্রেলারটি তুলে নিতে বাধ্য হয় প্রযোজনা সংস্থা। এরপরই ফের প্রকাশ করা হয় ‘ফেলুদা ফেরত’-এর সংশোধিত ট্রেলার। নতুন করে মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায়, সত্যজিৎ রায়ের ফেলুদার একটি গল্প অবলম্বনে এই কাহিনি কথাটির যেমন উল্লেখ রয়েছে, তেমনই উধাও ‘Written by’ শব্দ দু’টিও। সেখানেই বদল ঘটিয়ে লেখা হয়েছে চিত্রনাট্য অর্থাৎ স্ক্রিনপ্লে, সংলাপ বা ডায়লগ ও পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। নতুন করে প্রকাশ্যে আসা ট্রেলারে যোগ করা হয়েছে দু-একটা অতিরিক্ত দৃশ্যও।

দেখে নিন নতুন ট্রেলার –

আরও পড়ুন: নজরকাড়া নয়া ‘ফেলুদা’, নস্টালজিয়া উসকে দিল সৃজিতের ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ট্রেলার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest