বেশ কয়েক সপ্তাহ ধরে জি বাংলার ধারাবাহিকগুলির টিআরপি রেট বেশ ভালো। বরং একটু পিছিয়ে পড়ছে স্টার জলসা। শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক। মিষ্টি মিঠাই আর উচ্ছেবাবুর রসায়ন মন কেড়েছে বাঙালি দর্শকের। আইপিএলের ধাক্কায় গত দু-সপ্তাহে প্রাপ্ত নম্বরের ভাঁঙারে কিছুটা টান পড়লেও প্রথম স্থান এবারও ধরে রাখল মিঠাই।
৮.৮ রেটিং পয়েন্ট নিয়ে বছরের ১৫তম সপ্তাহেও বাংলা সিরিয়ালগুলির মধ্যে টিআরপি তালিকার শীর্ষে এবারও ‘মিঠাই’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ‘অপরাজিতা অপু’ ও ‘কৃষ্ণকলি’। স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’ চতুর্থ স্থানে।
স্টার জলসার টিআরপি টপার খড়কুটো-এ সপ্তাহে আরও এক ধাপ নীচে নামল। সোশ্যাল নেটওয়ার্কে নেটনাগরিকরা দাবি করেছিলেন এবার গুনগুনের ন্যাকামো বড্ড বেশি হয়ে যাচ্ছে। যা আর নেওয়া যাচ্ছে না। তাই তো ৭.৫ রেটিং পেয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ‘খড়কুটো’।
আরও পড়ুন: স্বপ্নের প্রজেক্ট! শুরু হল অরিন্দম শীলের পরবর্তী ছবি ‘মহানন্দা’র শুটিং
রেটিং চার্টের নম্বর অনুযায়ী ‘মোহর’-এর সঙ্গে পিছনের সারিতে চলে এসেছে ‘সাঁঝের বাতি’ও। এদের সংগ্রহ যথাক্রমে ২.৫, ২.০।
এ বারেও ‘সপ্তাহ সেরা’ চ্যানেল জি বাংলা। চ্যানেলের সংগ্রহে ৬০৭। স্টার জলসা পেয়েছে ৫৯০ নম্বর।
সিরিয়াল | পয়েন্ট | চ্যানেল | স্থান |
মিঠাই | ৮.৮ | জি বাংলা | প্রথম |
অপরাজিতা অপু | ৮.২ | জি বাংলা | দ্বিতীয় |
কৃষ্ণকলি | ৭.৭ | জি বাংলা | তৃতীয় |
শ্রীময়ী | ৭.৬ | স্টার জলসা | চতুর্থ |
খড়কুটো | ৭.৫ | স্টার জলসা | পঞ্চম |
যমুনা ঢাকি | ৭.২ | জি বাংলা | ষষ্ঠ |
মহাপীঠ-তারাপীঠ | ৭.২ | স্টার জলসা | ষষ্ঠ |
করুণাময়ী রাণী রাসমণি | ৬.৯ | জি বাংলা | সপ্তম |
গঙ্গারাম | ৬.৮ | স্টার জলসা | অষ্টম |
দেশের মাটি | ৬.২ | স্টার জলসা | নবম |
জীবনসাথী | ৬.০ | জি বাংলা | দশম |
আরও পড়ুন: ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত রণধীর কাপুর, ICU-তে বর্ষীয়ান অভিনেতা