ফাটাফাটি রেটিং পয়েন্ট নিয়ে সেরা ‘মিঠাই’, জি বাংলা দখলে রাখল ‘সেরা চ্যানেল’- এর তকমা

সবারই রেটিং পয়েন্ট চার্টে গত সপ্তাহের তুলনায় একটু বেড়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জমজমাট রেটিং চার্ট! চমকে দেওয়ার মতো নম্বর পেয়েছে জি বাংলার ‘মিঠাই’। ১২.৫ পেয়ে এ বারেও বাংলা এবং সপ্তাহ সেরা ‘মোদক পরিবার’।

গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও দ্বিতীয় স্থান দখল করে রাখল ‘কৃষ্ণকলি’। ১০.৬ পেয়ে দ্বিতীয় স্থানে তাঁরা। তৃতীয় ‘অপরাজিতা অপু’। তার প্রাপ্ত নম্বর ১০ পয়েন্ট। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘যমুনা ঢাকি’। তার সংগ্রহ ৯ পয়েন্ট। চলতি সপ্তাহে ‘করুণময়ী রাণী রাসমণি’ ৮.৭ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

সবারই রেটিং পয়েন্ট চার্টে গত সপ্তাহের তুলনায় একটু বেড়েছে। তবে গত চতুর্থ স্থানে ছিল ‘খড়কুটো’, এই সপ্তাহে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। সামান্য কমেছে শ্রীময়ীর রেটিং পয়েন্ট। তবে সেরা দশে জায়গা করতে পেরেছে স্টার জলসার ‘গঙ্গারাম’।

আরও পড়ুন: ডেবরার অফিসে ‘আইসোলেশনে সেন্টার’, রাজ্যের ৩ জায়গায় ‘কমিউনিটি কিচেন’ খুললেন দেব

‘সপ্তাহ সেরা চ্যানেল’ বিভাগে জি বাংলা সংগ্রহ করেছে ৬৮০ পয়েন্ট। স্টার জলসা-র ঝুলিতে রয়েছে ৬১৯ নম্বর। অন্যারা কে কোথায় রয়েছে?

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই– ১২.৫ (প্রথম)

কৃষ্ণকলি– ১০.৬ (দ্বিতীয়)

অপরাজিতা অপু– ১০.০ (তৃতীয়)

যমুনা ঢাকি– ৯.০ (চতুর্থ)

করুণময়ী রাণী রাসমণি– ৮.৭ (পঞ্চম)

খড়কুটো– ৮.২ (ষষ্ঠ)

মহাপীঠ তারাপীঠ– ৭.৪ (সপ্তম)

শ্রীময়ী– ৭.২ (অষ্টম)

দেশের মাটি– ৬.৮ (নবম)

গঙ্গারাম– ৬.৫ (দশম)

আরও পড়ুন: Money Heist Season 5: ভালোবাসায় আপ্লুত, ভারতে আসার ইচ্ছা প্রকাশ করলেন Professor

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest