Vicky Kaushal - Katrina Kaif revealed the pictures of their haldi ceremony

Vickat Haldi : রং দে তু মোহে…ভিকির গালে হলুদ ছোঁয়ালেন ক্যাটরিনা, ভাইরাল হল প্রেমের মুহূর্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিয়েতে ছবি, ভিডিয়ো তোলা নিয়ে কড়াকড়ি থাকলেও অনুরাগীদের নিরাশ করেননি নবদম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ বিয়ের কয়েক ঘণ্টা পরই ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করেছিলেন দু’জনেই ৷ ক্যাটরিনার পোস্টে ২৪ ঘণ্টার মধ্যে পড়েছে ১০ মিলিয়ন লাইকস ৷ এবার যুগলের ইনস্টায় ভেসে উঠল হলদি সেরিমনির ছবি ৷ শনিবার সকালে ভিকি ক্যাটরিনা দুজনেই গায়ে হলুদে ছবি পোস্ট করলেন ৷ অনুরাগীরাও হামলে পড়ল তাতে ৷

বিয়ের রীতি মেনে বর-কনেকে মনের সুখে হলুদ মাখিয়েছেন আত্মীয়রা। এক ঝলকে চেনা দায় বলিউডের দুই নামীদামি তারকাকে!  তার উপরে আবার ভিকির গালে ভালবাসার হলুদ ছুঁইয়ে দিয়েছেন কনে নিজেই। আহ্লাদে আটখানা হয়ে হাসছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়ক। ভিকির ঊর্ধ্বাঙ্গ অনাবৃত।

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ক্যাটরিনা সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি হালকা গোলাপি রঙের লেহঙ্গায় ঝলমলে। সঙ্গে মানানসই গয়না। বর-কনেকে ঘিরে গোলাপের বৃষ্টি। সৌজন্যে তাঁদের কাছের মানুষেরা। গায়ে হলুদে সামিল ক্যাটরিনা এবং ভিকির পরিবার। নায়ক-নায়িকার সঙ্গে লেন্সবন্দি তাঁরাও।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

বৃহস্পতিবার রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে বিয়ে সেরেছেন ‘ভিক্যাট’। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকা। এমনকি বিয়ের অনুষ্ঠানে ফোন ব্যবহার করার অনুমতি পাননি অতিথিরাও। বিয়ে শেষ হতেই যদিও ঘেরাটোপ থেকে বেরিয়ে আসেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় তার পরেই নবদম্পতির ঝলক-দর্শন। লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে কনে ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ভিকি। পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা হাত নেড়েছিলেন অতিথিদের উদ্দেশে। এর পরেই একে একে বিয়ের নানা মুহূর্ত সামনে এনেছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest