‘সুশান্ত ছিলেন বলেই অভিনয় শিখতে পেরেছি’, অকপট সারা আলি খান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার পর থেকে বলিউডের স্বজনপোষণ নিয়ে উত্তাল গোটা দেশ। অনেকেই অভিযোগ তোলেন, যাঁরা ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এসেছিলেন, তাঁরা যোগ্য মর্যাদা পান না। ‘কেদারনাথ’-এর পরিচালক অভিষেক কাপুরও জানিয়েছিলেন সেকথা। এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন সারা আলি খানও। কিন্তু স্টারকিড হলেও কখনও নাকউঁচু স্বভাব ছিল না তাঁর। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে নিজের অভিনয়ের জন্য সুশান্তকে কৃতিত্ব দিয়েছেন সারা।

কীভাবে প্রয়াত অভিনেতা তাঁকে উত্সাহ দিয়েছিলেন, হাতে ধরে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছিলেন, তা এই ভিডিও বর্ণনা করেছেন সারা। সারা বলছেন, ‘আমি জানি না, কীভাবে এই ফিল্মটি করলাম। আমি খুব খুব চেষ্টা করেছি। কিন্তু সুশান্ত না থাকলে আমি করে উঠতে পারতাম না। প্রচন্ড সাহায্য করেছে সুশান্ত। কিছু কিছু দিন হত যখন আমি একটু খেই হারিয়ে ফেলতাম, আমার একটু ভয় লাগত, কিন্তু সেখানে ও (সুশান্ত) হাতে ধরে দেখিয়ে দিত। যেটুকু হিন্দি আমি বলছি, সেটাও সুশান্ত শিখিয়েছে।’

আরও পড়ুন: কর্মফলেই আপনার স্বামীর মাথায় চুল নেই! সোনমকে বেনজির আক্রমণ পায়েলের

https://www.instagram.com/p/CBpLYytgvOS/

সুশান্তের মৃত্যুর পর তাঁর একটা ছবি শেয়ার করেন সারা, ভগ্ন হৃদয় ইমোজির সঙ্গে। সারা আলি খানের বাবা সইফ জানিয়েছেন যে প্রচন্ড ভেঙে পড়েছেন এই তরুণী। সুশান্তকে সারা খুব পছন্দ করত বলেই জানান সইফ। যে ভাবে শুধু অভিনয় নয়, দর্শন থেকে ইঞ্জিনিয়ারিং সব কিছু নিয়েই সুশান্তের সঙ্গে আড্ডা মারা যেত, সেটা সারার পছন্দ হত বলেই জানান সইফ। 

আরও পড়ুন: আজ যাঁরা স্বজনপোষণ বিরোধী, আগামীকাল যদি তাঁদের সন্তানরা অভিনয় করতে চান? কঠিন প্রশ্ন ছুঁড়ে দিলেন সোনি

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest