Vidyut Jammwal and Nandita Mahtani Are Engaged? Their Photos From Taj Mahal Go Viral

তাজ মহলের বাইরে বাগদান সারলেন বিদ্যুৎ জামওয়াল? চিনে নিন পাত্রী কে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিয়ে করতে চলেছেন দক্ষিণ ভারতীয় ও বলিউডের অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। এরই মধ্যে নাকি বাগদান সেরেছেন তিনি! বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করছেন বিদ্যুৎ জামওয়াল। এবার গুঞ্জন ছড়িয়েছে, তারা দু’জন নাকি আংটি বদলও করে ফেলেছেন।

সম্প্রতি তাজ মহলে বেড়াতে গিয়েছিলেন বিদ্যুৎ। সঙ্গে গিয়েছিলেন নন্দিতাও। কিন্তু তাঁদের তাজ মহলে যাওয়ার উদ্দেশ কি কেবলই বেড়ানো, নাকি ছিল বিশেষ কোনও কারণ? বিদ্যুৎ-নন্দিতার ছবি যদিও অন্য কথাই বলছে। তাজ মহলকে বলা হয় প্রেমের প্রতীক। প্রেমিক-প্রেমিকারা সেখানে গিয়ে ছবি তোলেন। অনেকে ভালবাসার কথাও বলেন তাজ মহলকে সাক্ষী রেখে। তাই সাক্ষী রাখলেন বিদ্যুৎও। সেখানেই নাকি বাগদত্তার আঙুলে পরিয়ে দিলেন এনগেজমেন্ট রিং।

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। বিদ্যুতের আপাদমস্তক সাদা পোশাক। নন্দিতার পরনে সাদা টি-শার্ট ও ফ্লোরাল স্কার্ট। কাঁধে ছোট্ট স্লিং ব্যাগ। দু’জনের চোখেই কালো চশমা। হাতে হাত রেখে ছবি তুলেছেন তাঁরা। ছবি জুম করলেই দেখা যাচ্ছে নন্দিতার রিং ফিংগারে জ্বলজ্বল করছে একটি বড়সড় সলিটেয়ার। সেই ছবি দেখেই অনেকের মনে হয়েছে, তাজ মহলের সামনেই হয়তো বাগদান পর্ব সেরেছেন বিদ্যুৎ।

আরও পড়ুন: সিদ্ধার্থের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ, বাতিল করলেন শ্যুটিং

বাগদানের ঘটনাটি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এ ব্যাপারে একটি বাক্যও খরচ করেননি বিদ্যুৎ-নন্দিতা। কিন্তু তাজ মহলের বাইরে তাঁদের ছবি বলে দিচ্ছে অনেক কথাই।

বর্তমানে বলিউডে বেশি ব্যস্ত হলেও বিদ্যুৎ জামওয়ালের শুরুটা দক্ষিণী সিনেমা দিয়ে। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘শক্তি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে একই বছর বলিউডেও পা রাখেন ‘ফোর্স’র মাধ্যমে। এরপর ‘কমান্ডো’, ‘জঙ্গলি’ ও ‘খুদা হাফিজ’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।  বিদ্যুৎ বর্তমানে ব্যস্ত আছেন ‘খুদা হাফিজ’র সিক্যুয়েল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: Teacher’s Day 2021: ডাম্বলডোর-রাম শঙ্কর নিকুম্ভ- থেকে কবীর খান, পর্দায় যে শিক্ষকেরা অনুপ্রেরণা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest