‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন অভিনেতা আদিত্য সেনগুপ্ত। এবার পরিচালকের আসনে তিনি। তাঁর ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়। বড় পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
সিনেমাটিতে বিক্রম এবং দিতিপ্রিয়া দুজন বন্ধু। যারা একটি রোড-ট্রিপে যায় যে ট্রিপে তাঁরা তাঁদের জীবনের অনেক অজানা কথা আবিষ্কার করেন। অভিনেতা থেকে পরিচালক হওয়া আদিত্য সেনগুপ্ত রূপালি পর্দায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করবেন এই সিনেমার মাধ্যমে। তবে এর আগে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবি তৈরি করেছিলেন তিনি। আদিত্য ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে ‘অন্তর’ চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে।
প্রযোজনার দায়িত্বে সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জ। পরিচালক হিসাবে প্রথম কাজ আদিত্যর। তাঁদের এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানালেন স্বয়ং মি:ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বিক্রম জানালেন, “এই প্রজেক্টের প্রতিটা বিষয়ই একদম ফ্রেশ। গল্প থেকে পরিচালক। তাই এই প্রজেক্টের জন্য একটা ফ্রেশ জুটিরই সন্ধান ছিল। আর দিতিপ্রিয়া খুবই ভাল একজন অভিনেত্রী।” তিনি আরও যোগ করেন, “আমাদের দুজনকে একসঙ্গে দেখলে অনেকের মনে হতেই পারে যেন আমাদের জন্যই লেখা হয়েছে। কিন্তু একদমই তা নয়। আগে চরিত্রগুলো লেখা হয়েছে। তারপর আমাদের সঙ্গে কথা হয়।”
নতুন ছবি প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “এটা সম্পূর্ণ একটা প্রেমের ছবি। এটা ভেবে আরও আনন্দ লাগছে। বাবা–মেয়ের গল্প, ভাই–বোনের গল্প করেছি। এবার একটা অন্য ধরনের প্রেমের গল্প।” অভিনেত্রী আরও যোগ করেন, “ওয়েব সিরিজের জন্য আমরা পুরুলিয়া গিয়েছিলাম শুটিংয়ে। সেখানেও আমি আর বিক্রমদা দারুন মজা করেছি।” নায়ক, নায়িকা দুজনের বন্ধুত্বই যে বেশ মজবুত, তা বোঝা গেল দুজনের কথাতেই।
ছবি শুরুর আগে এই ত্রয়ী পৌঁছে গিয়েছিল টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে, তাঁদের নতুন যাত্রা শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি আশীর্বাদও করেছেন তাঁদের। এই নতুন ছবির মাধ্যমে বাংলা সিনেমা আরো এগিয়ে চলুক, সেই শুভেচ্ছাই জানান প্রসেনজিৎ।
ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। দুই বন্ধুর এক রোড ট্রিপের গল্প বলবে এই নতুন ছবি। রাস্তাতেই হবে শুটিং। সম্ভবত উত্তরবঙ্গ এবং সিকিমে হবে ছবির শুটিং। এই সিনেমায় গান একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে। সঙ্গীত পরিচালনা করবেন সংগীত পরিচালক রণজয় ভট্টাচার্য। ২০১৭ থেকেই ছবি পরিচালনার পরিকল্পনা করছিলেন আদিত্য। খুব তাড়াতাড়িই আসতে চলেছে ছবির মোশন পোস্টার। আপাতত বিক্রম, দিতিপ্রিয়া জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষা।