Vikrant Massey and Sheetal Thakur shares pics of fairytale wedding

হিমাচলে বিয়ে সারলেন অভিনেতা বিক্রান্ত, মন ভরানো ছবিতে মজে নেটদুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শুক্রবার চার হাত এক হল ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে ও প্রেমিকা শীতল ঠাকুরের। তাঁদের বিয়ের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে নেটপাড়া।

শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবি। বিক্রান্তের পরনে ছিল সাদা শেরওয়ানি ও মাথায় গোলাপি পাগরি। শীতলের পরনে লাল লহেঙ্গা। বিক্রান্তের বিয়ের আসর বসেছিল হিমাচল প্রদেশে। ছিমছাম ভাবেই বিয়ে পর্ব সেরেছেন অভিনেতা। জানা গিয়েছে, শীতল ও বিক্রান্ত এমনটাই চেয়েছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয়রাই। তবে বলিউডের কোনও তারকাকেই বিক্রান্তের বিয়েতে দেখা যায়নি!

 

View this post on Instagram

 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

আরও পড়ুন: Bappi Lahiri: কত সম্পদ রেখে গেলেন বলিউডের প্রথম রকস্টার বাপ্পি লাহিড়ি

 

View this post on Instagram

 

A post shared by Sheetal Thakur (@sheetalthakur)

বলিউডে গুঞ্জন, প্রেম দিবসেই আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। তারকা যুগল ইতিমধ্যেই নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। এক ছাদের তলায় থাকেন তাঁরা।সাক্ষাৎকারে অভিনেতা এ সম্পর্কে জানিয়েছেন, ‘এতদিন আমরা একটা স্যুটকেসের মতো জায়গায় থাকতাম। এবার একটু বড় জায়গায় গিয়ে দম ফেলতে পারব। একটা ডাইনিং টেবিল রাখার জায়গা হয়েছে। যেখানে বসে মুখোমুখি কথা বলতে পারব। সমুদ্রমুখী ব্যালকনি আছে, যেখান থেকে চাক্ষুষ করতে পারব আমার পছন্দের ভিউ…’

বিয়ের পরিকল্পনা করছিলেন গত বছর থেকেই। এ বারে সাতপাক ঘুরলেন দীর্ঘ দিনের প্রেমিকা শীতলের সঙ্গে।

আরও পড়ুন: শপথবাক্য পাঠ করে বিয়ে করলেন ফারহান ও শিবানী, দেখুন বর-কনে হিসেবে প্রথম ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest