Vivek Oberoi files complaint with Mumbai police after business partners defraud him of Rs 1.54 crore

Vivek Oberoi: প্রায় দেড় কোটি টাকার জালিয়াতির অভিযোগ, থানায় বিবেক ওবেরয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। যাদের বিশ্বাস করেছিলেন তারাই ঠকিয়েছে। এমনই অভিযোগে পুলিশের দ্বারস্থ অভিনেতা এবং তাঁর স্ত্রী। তিন বিজনেস পার্টনারের বিরুদ্ধে দেড় কোটিরও বেশি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগের  আঙুল অভিনেতার ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা এবং তাঁর মা নন্দিতা সাহার দিকে।  অভিযোগে তারকা জানিয়েছেন, ২০১৭ সালে ওবেরয় অর্গানিকস বলে তাঁরা একটি কোম্পানি শুরু করেছিলেন। তা বিশেষ লাভের মুখ না দেখায়  এই  তিনজনকে পার্টনার হিসেবে যুক্ত করেছিলেন। পরে অর্গানিকসের ফার্মকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে রূপান্তরিত করা হয়।

আরও পড়ুন: Yash-Madhumita: আবার জুটিতে যশ-মধুমিতা? নতুন ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা

অভিনেতার বক্তব্য অনুযায়ী, সঞ্জয়ের ব্যবসার সঙ্গে যুক্ত জনৈক রাধিকা নন্দাই নাকি তাঁদের সঙ্গে প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগে উৎসাহ দেন। প্রায় দেড় কোটি টাকার বেশি বিনিয়োগ করেন বিবেক।বিবেক ও প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁদের বেশি লভ্যাংশের লোভ দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছিল না। ২০২২ সালের এপ্রিল মাসে কোম্পানির এক কর্মীর মাধ্যমে বিবেক জানতে পারেন তাঁর তিন পার্টনার নিজের ব্যক্তিগত কাজে কোম্পানির টাকা ব্যবহার করছে।

অভিযোগ, সঞ্জয় ও নন্দিতার তরফে জীবন বিমার টাকা দেওয়ার ক্ষেত্রে ও অনান্য খাতে ব্যবহৃত হয় ব্যবসার টাকা। অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী, এই তিনজনের হাতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও প্রতারিত হয়েছিলেন।

আরও পড়ুন: Actress: কাজ দেওয়ার অছিলায় অভিনেত্রীকে হোটেল ঘরে ধর্ষণ, থানায় দায়ের অভিযোগ

 

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest