বাকেটে বহু ফ্লপ সিনেমা, মুক্তির অপেক্ষায় বিগ বি’র সঙ্গে ‘ড্রিম প্রজেক্ট’ – জানুন রিয়া চক্রবর্তী সম্পর্কে ১০ তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুশান্ত মৃত্যুর তদন্তের জেরে যাবতীয় প্রশ্নের মুখে এক বাঙালি মেয়ে। রিয়া চক্রবর্তী। সুশান্তের শেষ বান্ধবী। সুশান্তের মৃত্যুর পর থেকেই যাঁর নাম উঠে আসছে বার বার। লকডাউনে তিনি সুশান্তের সঙ্গে তাঁর বাড়িতে ছিলেন। গত ৬ জুন সুশান্তের বাড়ি ছাড়েন রিয়া। ১৪ জুন সুশান্তের মৃত্যু হয়। সুশান্তের মৃত্যুর তদন্ত চেয়ে যে মেয়ে অমিত শাহকে টুইট করেছিলেন আজ তিনিই সেই তদন্তের কেন্দ্রে! কেন এমন হল? সুশান্ত সিংহ রাজপুতের বাবা ভারতীয় দণ্ডবিধির মোট ছ’টি ধারায় ছেলের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআই আর দায়ের করার পরেই আচমকা বদলে গিয়েছে তদন্তের ধারা।

কিন্তু কে এই রিয়া চক্রবর্তী? কী কী কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী? এক ঝলকে দেখে নেওয়া যাক ১০ তথ্য।

১। বাঙালি পরিবারে জন্ম হলেও রিয়া বরাবর দক্ষিণ ভারতেই থেকেছেন। সেখানেই জন্ম, সেখানেই বড় হওয়া।

২। রিয়ার জন্ম ১৯৯২ সালের ১ জুলাই। সেই হিসেবে বয়স বছর আঠাশ।

৩। কর্নাটকের বাঙ্গালুরুতে জন্ম। বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার। রিয়া পড়াশোনা করেছেন আম্বালার ক্যান্টনমেন্ট আর্মি হাই স্কুলে।

আরও পড়ুন: সুশান্ত মৃত্যুর জের, ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ল মহেশ-আলিয়ার সড়ক ২-এর ট্রেলার

৪। কেরিয়ার শুরু এমটিভিতে। প্রথমে প্রতিযোগী ও পরে উপস্থাপিকা হন।

৫। ২০০৯ সালে ‘টিভিএস স্কুটি টিন ডিভা’ নামে একটি অনুষ্ঠানে প্রতিযোগী ছিলেন।

৬। এছাড়াও পেপসি ‘এমটিভি ওয়াসাপ’, ‘গোন ইন ৬০ সেকেন্ডস’, ‘টিকট্যাক কলেজ বিট’ নামে তিনটি অনুষ্ঠানে উপস্থাপকের কাজ করেন।

৭। প্রথম ছবি তেলুগু ভাষায়। ‘তুনিগা তুনিগা’ ছবিতে অভিনয় করেন ২০১২ সালে।

৮। বলিউডে পা ২০১৩ সালে। ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবিতে অভিনয় করেন। পরের বছর ২০১৪ সালে অভিনয় করেছেন ‘সোনালি কেবল’ ছবিতে।

৯। এর পরে দু’বছর কাজ পাননি। ২০১৭ সালে তিনটে ছবি। ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘দোবারা: সি ইওর এভিল’, ‘ব্যাংক চোর’। এর পরে আবার ২০১৮ সালে ‘জালেবি’ ছবিতে কাজ করেন।

১০। সম্প্রতি রিয়া কাজ করেছেন রুমি জাফরির পরিচালনায় ‘চেহরে’ ছবিতে। তাঁর বিপরীতে এ ছবিতে আছেন অমিতাভ বচ্চন, ইমরান হশমী এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। আট বছরের অভিনেত্রী কেরিয়ারে এটাই ছিল ‘ড্রিম প্রজেক্ট’। শুটিংও সম্পূর্ণ।  । সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, এই ছবি থেকে বাদ দেওয়া হোক অভিনেত্রীকে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, রিয়াকে বাদ দেওয়ার কথা ভাবছেন না পরিচালক জাফরি।

রুমি জাফরি ছিলেন সুশান্তের বন্ধু। নিজের ছবিতে সুশান্তের কথাতেই রিয়াকে সুযোগ দিয়েছিলেন তিনি। ছোট ভূমিকায় অভিনয় হলেও এই ছবিটি ঘিরে অনেক প্রত্যাশা ছিল রিয়ার। কারণ এই প্রথম তিনি অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। রিয়ার অনেক আশা ছিল ‘চেহরে’ ছবি নিয়ে। কিন্তু সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় আপাতত রিয়ার কেরিয়ারের উত্তরণ বিশ বাঁও জলে।

আরও পড়ুন: খুশির খবর নবাব বাড়িতে! দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা, দাদা হতে চলেছে তৈমুর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest