Site icon The News Nest

বিলের বিরোধী কৃষকদের ‘জঙ্গি’ বলে কদর্য আক্রমণ কঙ্গনার, BJP – র নীরবতাকে কটাক্ষ শিবসেনার

kanagana

বলিউড আর শিবসেনা ছেড়ে এবার মোদী সরকারের কৃষিবিল নিয়ে পড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কৃষিবিলের সমর্থনে কৃষকদের জঙ্গি বলে আক্রমণ করে বসেছেন অভিনেত্রী।

রবিবার ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল’ এবং ‘কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি সংক্রান্ত বিল’ পাশ হওয়ার পর হিন্দি, ইংরেজি এবং পঞ্জাবিতে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দুই বিলেই কৃষক স্বার্থ-রক্ষার আশ্বাস দেওয়া হয়। ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নিয়ে প্রধানমন্ত্রীর টুইটটি শেয়ার করে হিন্দিতে পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীজি কেউ ঘুমিয়ে থাকলে জাগানো যায়। কারোর বুঝতে সমস্যা হলে বোঝানোর চেষ্টা করা যায়। কিন্তু, ঘুমানোর অভিনয় বা অবুঝ হওয়ার অভিনয় করলে, তাদের কীভাবে বোঝাবেন? এরা ওই সন্ত্রাসী, যারা CAA-র কারণে একজনের নাগরিকত্ব না যাওয়া সত্ত্বেও ওই ইস্যুতে রক্তের নদী সৃষ্টি করেছিল।’

আরও পড়ুন: শুধু মালাবদল আর সিঁদুরদান, করোনা আবহে জাঁকজমক ছাড়াই বিয়ে করলেন মানালি-অভিমন্যু

https://twitter.com/KanganaTeam/status/1307640690868805635?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1307640690868805635%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Fkangana-ranaut-calls-farmers-protesting-against-agriculture-bill-terrorists%2Farticleshow%2F78235419.cms

মঙ্গলবার শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় কঙ্গনা বা বিজেপি কারোর নাম না করে বলা হয়, ‘নিজেদের অধিকারের স্বার্থে লড়াই করা চাষিরা জঙ্গি – যদি এরকম কেউ বলেন, তাহলে সেটা অসাধুতা। কিন্তু একজন অভিনেত্রী যখন কথা বলছিলেন, তখন যে রাজনৈতিক দল সাপের মতো ছিল, তারা চাষিদের অপমানের বিষয়ে এখন নীরব আছে।’

যদিও ইতিমধ্যে কঙ্গনা সাফাই দিয়েছেন যে তিনি কৃষকদের ‘জঙ্গি’ বলেননি এবং তা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। টুইটারে বলেন, ‘ভগবান কৃষ্ণের যেমন নারায়ণী সেনা ছিল, তেমনই পাপ্পুর চাম্পু সেনা আছে। যারা শুধুমাত্র গুজবের ভিত্তিতে লড়াই করতে জানে। এটা আমার আসল টুইট ছিল। যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি চাষিদের জঙ্গি বলেছি, তাহলে আমি ক্ষমা চাইব এবং চিরদিনের জন্য টুইটার ছেড়ে দেব।’

আরও পড়ুন: বলিউডের মাদক যোগে নাম জড়াল দীপিকারও! তলব করতে পারে NCB, ডাকা হল প্রযোজক মন্টেনাকেও

Exit mobile version