Wife Shalini alleges domestic violence against Hani Singh

Honey Singh: হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন স্ত্রী শালিনী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবার একবার আইনি গেড়োয় ফাঁসলেন ভারতীয় ব়্যাপার হানি সিং। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন খোদ স্ত্রী শালিনী তালওয়ার। মহিলা সুরক্ষা ও গার্হস্থ্য হিংসার আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট তানিয়া সিংয়ের উপস্থিতিতে মামলা দায়ের করা হয়।

দিল্লির তিস হাজারি আদালত থেকে বিজ্ঞপ্তি গিয়েছে হানির কাছে। ২৮ অগাস্টের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে। শালিনীর পক্ষ নিয়ে অন্তর্বতীকালীন নির্দেশিকা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এর ভিত্তিতে হানি সিং তাঁদের যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

২০১৪ সালে আচমকা একটি রিয়্যালিটি শোতে সবার সামনে আনেন হানি তাঁর বউকে। সেই সময় India’s Rawstar নামে একটি রিয়্যালিটি শো করছিলেন হানি সিং। সেই সময় সবার সঙ্গে আলাপ করান স্ত্রী শালিনির। তিনি তখন জানান, বলিউডের গায়ক ও rapper হওয়ার আগেই বিবাহিত ছিলেন হানি।

বলিউডে নাম ডাক হওয়ার বেশ অনেকগুলি পাঞ্জাবি গান গেয়েছিলেন হানি। কিন্তু ককটেল ছবিতে Angrezi Beat গানটি ছিল হানির শর্ট টু ফেম। ২০১১সালে চার্টবাস্টারে একনম্বরে ছিল এই গান। লোকের মুখে মুখে ঘুরতে থাকে তাঁর নাম। ব্লু আইজ, হাই হিল এরকম একাধিক চার্টবাস্টার হিট দিয়েছেন হানি। এছাড়াও তাঁর গাওয়া ‘লুঙ্গি ডান্স’ অন্যতম হিট হানির কেরিয়ারে।

আরও পড়ুন: আবির, অর্পিতা, তনুশ্রী, রুদ্রর কি দেখা হবে ‘আবার বছর কুড়ি পরে’? প্রকাশ্যে ঝলক

হানি সিং-এর বউ শালিনির হয়ে কেস লড়ছেন আইনজীবী জিজি কাশ্যপ ও অপূর্ব পাণ্ডে।২৮ অগাস্ট মধ্যে হানির তরফে জবাব দিহি চেয়ে নোটিশ জারি করেছে আদালত।২০১১ সালের ২৩ জানুয়ারি একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন হানি সিং ও শালিনী তালওয়ার। ছেলেবেলা থেকেই তাঁদের সম্পর্ক। দিল্লির ফার্ম হাউসে বিয়ে হয় তাঁদের। তারপর ২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ র স্টার’-এই হানি প্রথম তাঁর স্ত্রীকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই একই বছর, একই সময়ে দিয়ানা উপ্পাল নামের এক মহিলার সঙ্গে নাম জড়িয়েছিল হানির। দিয়ানা ছিলেন ‘ফিয়ার ফ্যাক্টার: খাতরো কে খিলাড়ি ৫’-এর প্রতিযোগী। সেই গুজবকে ফুৎকারে উড়িয়েছিলেন হানি।

কিছু মাস পর জানা যায়, হানি বাইপোলার ডিজঅর্ডারের শিকার। অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। সেই সময় স্ত্রী শালিনী বলেছিলেন, কখনওই হানিকে ছেড়ে যাবেন না। এক ইন্টারভিউতে হানিও বলেছিলেন, স্ত্রী শালিনী তাঁর সবচেয়ে ভাল বন্ধু। বলেছিলেন, তিনি সব সময় তাঁর কথাই শুনবেন। বলেছিলেন, শালিনী তাঁর জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ।

আরও পড়ুন: ভেজা শরীর, গাল ভর্তি দাঁড়ি! ডাব্বুর লেন্সে ‘কিলার’ লুকে Shah Rukh Khan

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest