গত ডিসেম্বর মাসের শেষে শুরু হয়েছে নতুন মেগা সিরিয়াল ‘গঙ্গারাম’ (Gangaram)। নতুন এই ধারাবাহিকে দর্শকেরা দেখছেন গ্রামের এক সরল সোজা ছেলে গঙ্গারামকে। শহরে এসে গঙ্গারাম মুখোমুখি হন ধনী, জেদী ও আদুরে টায়রার সঙ্গে। শহরে আসার কিছুদিনের মধ্যেই ঘটনাচক্রে টায়রার সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু যথারীতি বিয়ে মেনে নিতে পারেননি টায়রা। এবার আসছে ‘গঙ্গারাম’-এর মহা সোমবার।
যে মানুষটি তার দু’চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে, তারই প্রতি দুর্বল হয়ে পড়বে নাকি টায়রা? নেশার ঘোর কি তাহলে কাছাকাছি নিয়ে আসবে দু’টি মানুষকে? যারা শারীরিক ভাবে পাশাপাশি রয়েছে বটে, কিন্তু মানসিক ভাবে একে অপরের থেকে যোজন দূরে! সে রকমই ইঙ্গিত পাওয়া গেল ‘গঙ্গারাম’ মেগার সাম্প্রতিকতম প্রোমোয়। গঙ্গারাম ও টায়রার ফুলসজ্জা বলে কথা! মহাপর্ব ছাড়া তাদের রসায়নে মন ভরবে কেন দর্শকদের! সদ্য তৈরি হয়েছে এই দুই মানুষের সম্পর্ক। যা এখন কেবল খাতায় কলমে। তা কি পূর্ণতা পাবে সোমবারের এপিসোডে? মহাসোমবার পর্বের প্রোমো দেখে এ সমস্ত প্রশ্নই এখন ‘গঙ্গারাম’-প্রেমীদের মনে।
আরও পড়ুন: মারণ ফাঁদ! আবারও রেহানার পাতা ষড়যন্ত্রের শিকার তিতলি, কি হবে এবার?
গ্রামের বাড়িতে নব দম্পতি পৌঁছায়। শহর থেকে গ্রামে গিয়ে সেই পরিবেশ মেনে নিতে পারেনি টায়রা। তাঁর বাবা তত্ত্ব পাঠালেও, সেটি নিতে অস্বীকার করেন গঙ্গারামের বাবা। এদিকে টায়রাকে ফুলশয্যার জন্যে তৈরি করেন সাক্ষী। তিনি জানান, গঙ্গারামকে সে নিজের স্বামী হিসেবে মানেন না। এরপর বিশেষ দিনের রাতে জল ভেবে অজান্তে মদ্যপান করে ফেলেন টায়রা। নেশায় ডুবে যান তিনি। নিজের ঘরে ঢুকে নতুন বউয়ের অন্য রূপ দেখে ঘাবড়ে যান গঙ্গারাম। ফুলশয্যার রাতে টায়রা কি পড়বে গঙ্গারামের প্রেমের ফাঁদে? নাকি তাঁদের মধ্যকার দুরত্ব আরও বেড়ে যাবে? রাত সাড়ে ৯ টায় ‘স্টার জলসা’ চ্যানেলে হবে এই মেগার মহাসোমবার পর্ব।
‘গঙ্গারাম’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন অভিষেক বসু। টায়রার চরিত্রে রয়েছেন সোহিনী গুহ রায়। ধারাবাহিকের গল্প স্নেহাশিষ চক্রবর্তীর। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই জনপ্রিয় দর্শকমহলে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে মুখ! নুসরত নয়, নিখিলের ‘নতুন পথে’ সঙ্গী শ্রাবন্তী…